সংবাদসংস্থা মুম্বই: দ্বিগুণ ধামাকা নিয়ে ফিরছে 'ডাবল ইস্মার্ট'! দক্ষিণী ব্লকব্লাস্টার 'ইস্মার্ট শঙ্কর'-এর সিক্যুয়েলের টিজার ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছে। ছবির লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এখানেও দুঁদে প্রতিপক্ষের ভূমিকায় বলিউডের 'মুন্নাভাই' সঞ্জয় দত্ত। নাম ভূমিকায় দক্ষিণী সুপারস্টার রাম।
টিজারটি একটি ভয়েসওভার দিয়ে শুরু হয়েছে। যা 'খলনায়ক'এর চরিত্র তুলে ধরে। এই সিজনে ইস্মার্ট শঙ্কর আরও বাউন্ডুলে। মেয়েদের সঙ্গে ফ্লার্ট, নাচানাচি কোনও কিছুই বাকি রাখে না সে আর। এই ছবিতে রামের বিপরীতে রয়েছেন অভিনেত্রী কাব্য থাপার। ছবিতে যেমন আছে আধ্যাত্মিক ছোঁয়া। তেমনই আছে অ্যাকশন-প্যাকড ক্লাইম্যাক্স সিকোয়েন্স রয়েছে। বিরাট শিবলিঙ্গ এবং বিশাল জনসমাগম এই ছবিতে থাকবে নতুন টুইস্ট হিসেবে।
পুরী জগন্নাথ আবারও তাঁর নায়ককে সেরা স্টাইলিশ অবতারে উপস্থাপন করেছেন। হায়দ্রাবাদি মশলা ম্যাজিক এই ছবির ইউএসপি। ছবিতে সুপারস্টার রাম দ্বিগুণ উদ্যমে ফিরেছেন।
আড়ম্বরপূর্ণ লুকে এই ছবিতে ব্যতিক্রমী প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাবে সঞ্জয়কে। কাব্য নিঃসন্দেহে গ্ল্যামারাস। ছবিতে মিউজিক কম্পোজ করেছেন মণি শর্মা। ছবিটি তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।
টিজারটি একটি ভয়েসওভার দিয়ে শুরু হয়েছে। যা 'খলনায়ক'এর চরিত্র তুলে ধরে। এই সিজনে ইস্মার্ট শঙ্কর আরও বাউন্ডুলে। মেয়েদের সঙ্গে ফ্লার্ট, নাচানাচি কোনও কিছুই বাকি রাখে না সে আর। এই ছবিতে রামের বিপরীতে রয়েছেন অভিনেত্রী কাব্য থাপার। ছবিতে যেমন আছে আধ্যাত্মিক ছোঁয়া। তেমনই আছে অ্যাকশন-প্যাকড ক্লাইম্যাক্স সিকোয়েন্স রয়েছে। বিরাট শিবলিঙ্গ এবং বিশাল জনসমাগম এই ছবিতে থাকবে নতুন টুইস্ট হিসেবে।
পুরী জগন্নাথ আবারও তাঁর নায়ককে সেরা স্টাইলিশ অবতারে উপস্থাপন করেছেন। হায়দ্রাবাদি মশলা ম্যাজিক এই ছবির ইউএসপি। ছবিতে সুপারস্টার রাম দ্বিগুণ উদ্যমে ফিরেছেন।
আড়ম্বরপূর্ণ লুকে এই ছবিতে ব্যতিক্রমী প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাবে সঞ্জয়কে। কাব্য নিঃসন্দেহে গ্ল্যামারাস। ছবিতে মিউজিক কম্পোজ করেছেন মণি শর্মা। ছবিটি তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।
