সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই।
 
 এতদিন হাসিমুখে বহু অনুষ্ঠানে ধরা দিয়েছেন তাঁরা। এবার জানা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি। এই জল্পনা এখন তুঙ্গে। বলিপাড়ার অন্দরের খবর, কয়েক সপ্তাহ আগেই আলাদা হয়েছে বিজয়-তমন্নার পথ।
 
 জানা যাচ্ছে, তমান্না নাকি তাড়াতাড়ি বিয়ে করে সংসার শুরু করতে চেয়েছিলেন। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। তাই বিচ্ছেদের পথে হাঁটলেন জুটিতে। কিন্তু বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ফের একসঙ্গে ধরা দিলেন জুটিতে।
 
 বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বাড়ির 'হোলি পার্টি'তে যোগ দিতে দেখা গেল বিজয়-তমান্নাকে। যদিও একসঙ্গে রঙ খেলতে দেখা যায়নি। এমনকী রবিনার বাড়িতেও আলাদা এলেন তাঁরা। তবে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এক অনুষ্ঠানে দুই তারকা নজর কাড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়।
