নায়িকা না-ও বলেননি, হ্যাঁ-ও! শেষমেশ ফাঁস আসল কিস্যা। ১০ বছরের পুরনো প্রেমিককেই চুপচাপ বিয়ে করেছেন নায়িকা। বুধবারের সন্ধেয় প্রকাশ্যে বিয়ের ছোট্ট ঝলক। সঙ্গে সঙ্গে তোলপাড় অনুরাগমহলে। বাকি নায়িকার মতো প্যাস্টেল শেডের লহেঙ্গা-চোলিতে নয়, লাল রঙের সিক্যুয়েল পাঞ্জাবি সালোয়ার-কামিজ-দুপাট্টায় বিশেষ দিনে সেজেছিলেন তিনি। সাতপাকে বাঁধা পড়েছেন নিজের পারিবারিক রীতি-রেওয়াজ মেনে। পাত্র ম্যাথিয়াস বোয়েও ‘দেশি গার্ল’কে বিয়ে করেছেন ভারতীয় পোশাকে। সাদা শেরওয়ানি, নাগড়া, পাগড়ি, আর অলঙ্কার পরেছিলেন তিনি। পাঞ্জাবি পুরুষ সাজতে জম্পেশ দাড়ি-গোঁফও রেখেছেন!
মরুর দেশ উদয়পুরে বসেছিল বিয়ের আসর। দূরে পাহাড়, মাথার উপরে খোলা আকাশ। তার নীচে সাজানো মঞ্চ। তাতে অজস্র গোলাপের পাপড়ি বৃষ্টি। এমন পরিবেশে চারহাত এক হয়েছে নায়িকা-ব্যাডমিন্টন প্রশিক্ষকের। বাড়তি চমক, রোদের হাত থেকে বাঁচতে তাপসীর চোখে কালা চশমা! পাঞ্জাবি ‘কুঁড়ি’র মতোই লম্বা বিনুনি বেঁধেছিলেন। হাত ভর্তি চুড়া। মাথার উপরে চাঁদোয়া ধরে তাঁকে বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন পরিবারের রমণিরা। বর এসেছেন সাইকেলে চেপে! গানের তালে ছন্দ মেলাতে মেলাতে তাপসী মঞ্চে ওঠেন। তাঁকে দু’হাত বাড়িয়ে দেন হবু বর। মঞ্চে অল্প নাচাগানার পরে মালাবদল। গোলাপ ফুল দিয়ে তৈরি গোড়ের মালা দিয়ে এই পর্ব সারেন তাঁরা।
দোলের দিন চুপিসারে বিয়ে সারেন তাপসী। উপস্থিত কেবল অনুরাগ কাশ্যপ আর কণিকা ধিঁলো। ১০ বছরের প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গেই সাতপাক ঘুরেছেন তিনি। অথচ, দিন কয়েক আগেও বিয়ের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলিউড বুঝতেই পারেনি, তাঁর আসল ‘মনমর্জিয়া’! বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি ভাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
মরুর দেশ উদয়পুরে বসেছিল বিয়ের আসর। দূরে পাহাড়, মাথার উপরে খোলা আকাশ। তার নীচে সাজানো মঞ্চ। তাতে অজস্র গোলাপের পাপড়ি বৃষ্টি। এমন পরিবেশে চারহাত এক হয়েছে নায়িকা-ব্যাডমিন্টন প্রশিক্ষকের। বাড়তি চমক, রোদের হাত থেকে বাঁচতে তাপসীর চোখে কালা চশমা! পাঞ্জাবি ‘কুঁড়ি’র মতোই লম্বা বিনুনি বেঁধেছিলেন। হাত ভর্তি চুড়া। মাথার উপরে চাঁদোয়া ধরে তাঁকে বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন পরিবারের রমণিরা। বর এসেছেন সাইকেলে চেপে! গানের তালে ছন্দ মেলাতে মেলাতে তাপসী মঞ্চে ওঠেন। তাঁকে দু’হাত বাড়িয়ে দেন হবু বর। মঞ্চে অল্প নাচাগানার পরে মালাবদল। গোলাপ ফুল দিয়ে তৈরি গোড়ের মালা দিয়ে এই পর্ব সারেন তাঁরা।
দোলের দিন চুপিসারে বিয়ে সারেন তাপসী। উপস্থিত কেবল অনুরাগ কাশ্যপ আর কণিকা ধিঁলো। ১০ বছরের প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গেই সাতপাক ঘুরেছেন তিনি। অথচ, দিন কয়েক আগেও বিয়ের খবর ফাঁস হওয়ায় বিরক্তি প্রকাশ করেন নায়িকা। বলিউড বুঝতেই পারেনি, তাঁর আসল ‘মনমর্জিয়া’! বিয়ের পর সবাইকে নিয়ে একটি সেলফি তোলেন পাভেল গুলাটিয়া। ছবিতে আকাশী নীল লেহেঙ্গা-চোলিতে সুন্দরী তাপসী। সঙ্গে মানানসই ছিমছাম গয়না। ম্যাথিয়াস কালো ব্লেজারে সুপুরুষ। আলো দিয়ে সাজানো হোটেলের সিঁড়ি। সেখানে উপস্থিত নবদম্পতি। সঙ্গী তাপসীর বোন শগুন পান্নু, তুতো বোন ইভানিয়া পান্নু, ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অভিলাশ থাপলিয়াল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় চিরাগ শেট্টি। সবাইকে নিয়ে সেলফি তুলে পাভেল বিবরণীতে লিখেছেন, ‘আমরা কোথায়? কেউ জানে না!’ ছবি ভাগ করে নিতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বানভাসি। সেখানে বহু জন জানিয়েছেন, তাঁরা জানেন, কোথায় সবাইকে নিয়ে সেলফি তুলেছেন গুলাটিয়া।
View this post on Instagram
