সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


হস্তমৈথুন দৃশ্য নিয়ে অকপট শ্বেতা 


সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে বলি অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী 'মির্জাপুর ১'-এ তাঁর অভিনীত হস্তমৈথুন দৃশ্যের কথা তুলে এনেছেন। তিনি বলেন, "ওই দৃশ্য দেখার পর অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কীভাবে এইরকম একটা দৃশ্যে অভিনয়ের জন্য রাজি হলাম? আমি প্রত্যেককে বলতে চাই একজন অভিনেত্রী হিসেবে বাস্তব জীবনকে ফুটিয়ে তোলা আমার কাজ। তাই ওই দৃশ্যে অভিনয় করাকে আমি সহজভাবে নিয়েছিলাম।"

 

ইতিহাস গড়ল 'লায়লা মজনু'

অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি দিমরি অভিনীত 'লায়লা মজনু' ছবিটি পুণরায় মুক্তি পাওয়ার পর থেকেই তা আরও বেশি করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। প্রথম মুক্তির পর বক্স অফিসে যা আয় করেছিল ছবিটি, পুণরায় মুক্তির মাত্র চারদিনেই তা ছাপিয়ে গিয়েছে। চলচ্চিত্র সমালোচকরা এই ঘটনাকে ঐতিহাসিক সাফল্য বলে চিহ্নিত করেছেন। 


কটাক্ষ সহ্য করতে না পেরে কী করলেন আয়েশা?


প্লাস্টিক সার্জারির পর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় বলি অভিনেত্রী আয়েশা টাকিয়াকে। সম্প্রতি, তাঁর একটি ছবিকে ঘিরে নেটিজেনদের তুমুল সমালোচনা আর বরদাস্ত করতে পারেননি অভিনেত্রী। তাই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন। এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে আয়েশা জানান, নেটিজেনদের কটাক্ষ তাঁর মানসিক শান্তি নষ্ট করছিল, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


কবে আসছে নওয়াজের 'অদ্ভুত'?

সম্প্রতি সামনে এল সাবির খান পরিচালিত থ্রিলার ছবি 'অদ্ভুত'-এর মুক্তির দিনক্ষণ।‌ সরাসরি টেলিভিশনে মুক্তি পেতে চলেছে ছবিটি। নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত এই ছবিটি আগামী ১৫ সেপ্টেম্বর, রাত আট'টায় সোনি ম্যাক্স চ্যানেলে মুক্তি পেতে চলেছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ঘোষণা করেন অভিনেতা। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে ডায়না পেন্টি, শ্রেয়া ধন্বন্তরী, রোহন মেহরাকে।