নিজস্ব সংবাদদাতা : রবিবাসরীয় সন্ধেয় বড় চমক দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন সিরিজের কাজ শেষ করেছেন সদ্য। আর কিছুদিনের মধ্যেই হবে ঘোষণা। হইচই -তে আসছে তাঁর নতুন সিরিজ। এবারে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে? 
 এর আগে "শিবপুর"এ সম্পূর্ণ নতুন ভাবে ধরা দিয়েছিলেন তিনি। একা মায়ের লড়াই ফুটে উঠেছিল সেই ছবিতেও। পুলিশের চোখে ফাঁকি দিয়ে এলাকা দখলের লড়াইয়ে, সর্বোপরি মেয়েকে মানুষ করে টিকে থাকার লড়াইয়ে ক্ষুরধার অভিনয়ে মন জয় করে নিয়েছিলেন তিনি অনায়াসেই। এছাড়াও, "অনুব্রত ভাল আছো?", "টেক ওয়ান", "তাসের ঘর", "শাহজাহান রিজেন্সি", "নিখোঁজ", "মহামায়া"- সবেতেই তিনি নজরকাড়া। অধিকাংশ ছবি ও সিরিজে তাঁকে দেখা গিয়েছে সিঙ্গল মাদারের চরিত্রে। 
"নিখোঁজ" মুক্তির আগে আজকাল ডট ইন এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, "আমার বর পাওয়া যায় না। এটা একটা সমস্যা। আর মায়ের চরিত্রে অভিনয় করব না - এরকম কোনও ট্যাবু আমার নেই। গল্প ভাল হলে যেকোনও চরিত্রেই আমি রাজি।"" ছকভাঙার নাম স্বস্তিকা - একথা তিনি তাঁর জীবন কাজ দিয়ে প্রমাণ করেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই একটি ব্র্যান্ড। তিনি স্পষ্ট, তিনি লড়াকু। দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বই থেকে কলকাতা। নিজের মেয়েকেও তিনি মানুষ করছেন একাই। তিনি সফল - অনুরাগীদের অনুপ্রেরণা। কিন্তু নিজে কখনওই চান না , মেয়ে অন্বেষা এই অভিনয় পেশায় আসুক। 
আর কিছু দিনেই বলিউডে মুক্তি পাবে তাঁর "লাভ সেক্স ঔর ধোঁকা ২"! সেই নিয়েও ব্যস্ত তিনি। ব্যস্ততার মধ্যেই কলকাতায় হইচই -এর শুটিংয়ের কাজ শেষ করলেন । "এলএসডি২" এর দুটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।