বহু বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত।   'ভজ গোবিন্দ', 'তোমার খোলা হাওয়া', ইত্যাদি ধারাবাহিকের পর এবার 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' হয়ে স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী। আগেই ধারাবাহিক কবে থেকে শুরু হবে সেই দিন জানানো হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের তরফে। এবার স্লট পেল স্বস্তিকার ধারাবাহিক। 

আগামী ১৭ নভেম্বর থেকে পথ চলা শুরু হবে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র। দেখা যাবে রোজ রাত সাড়ে আটটা নাগাদ। এখানেই প্রশ্ন উঠছে তবে কি মাত্র পাঁচ মাসেই সফর শেষ হচ্ছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র? না। একদা টিআরপি টপার ধারাবাহিকে এখনই ইতি টানল না চ্যানেল। তবে বদলে গেল সময়। 

বিগত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার 'দাদামণি'র সঙ্গে টিআরপির খেলায় ঠিক সুবিধা করে উঠতে পারছিল না রাজনন্দিনীর এই ধারাবাহিক। তাই বদলে গেল স্লট। আগামী ১৭ নভেম্বর থেকে এই ধারাবাহিক বিকেল ৫টা থেকে দেখা যাবে। অর্থাৎ এবার এই ধারাবাহিকের টক্কর জমবে 'দিদি নম্বর ওয়ান'-এর সঙ্গে। প্রসঙ্গত, সাড়ে পাঁচটার স্লটে থাকা মধুমিতা সরকারের 'ভোলে বাবা পার করেগা'র টিআরপির অবস্থা বেজায় খারাপ। তার মধ্যে এক সময়ের টিআরপি টপার, এই ঐতিহাসিক পটভূমির স্লট বদলানোয় যে দর্শকরা বেজায় চটেছেন সেটা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। দর্শকদের দাবি, 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র সঙ্গে 'অন্যায়' করা হল। তবে এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, টিআরপির দিকে নজর রাখল এটুকু স্পষ্ট যে, গোড়ার দিকে রাজনন্দিনী পাল অভিনীত 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' দারুণ জনপ্রিয় হলে, পরবর্তীতে সেই জনপ্রিয়তায় ভাঁটা পড়ে। 

'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে স্বস্তিকা দত্তের সঙ্গে জুটি বাঁধবেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। 'হরগৌরী পাইস হোটেল'-এর পর এই ধারাবাহিকে তাঁকে মুখ্য ভূমিকায় দেখবেন দর্শকরা। প্রথমবার তাঁরা জুটি বাঁধবেন। নায়িকা অর্থাৎ বিদ্যা ব্যানার্জি যে কলেজের প্রফেসর, সেই কলেজের বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন অর্ণব। তাঁদের রসায়ন কেমন আর কতটা জমে সেটা আগামীতে বোঝা যাবে। 

'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ছাড়াও স্টার জলসার পর্দায় আসছে আরও এক ধারাবাহিক, 'মিলন হবে কতদিনে'। সেই ধারাবাহিকের 'গাঁটছড়া'র জনপ্রিয় জুটি খড়িদ্ধি অর্থাৎ শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তবে কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে সেটা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে 'শুভ বিবাহ' শেষের পথে। শেষ পর্যন্ত সত্যিই সোনামণি সাহা এবং হানি বাফনার ধারাবাহিক শেষ হয়, নাকি অন্য কোনও মেগায় কোপ পড়ে সেটা সময়ই বলবে।