সানি দেওল এবং শ্রীদেবী। বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি। নায়ক-নায়িকার রসায়ন প্রেম রচনা করেছে পর্দায়। আর সেই মহিমায় বুঁদ থেকেছেন দর্শক। ‘চালবাজ’, ‘জোশিলে’র মতো কতই না হিট ছবি তাঁদের ঝুলিতে। তবে সেলুলয়েডে গভীর সমীকরণ হলেও বাস্তবের কথোপকথন খুবই সীমিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের সময় সানিকে তাঁর প্রিয় সহ-অভিনেত্রী সম্পর্কে প্রশ্ন করা হয়। দীর্ঘ কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন সানি। তাই আলাদা করে যে কোনও একজনের নাম বেছে নেওয়ার ঝুঁকি খুব সন্তর্পণেই এড়িয়ে গিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। আর আগাগোড়া তারই ছাপ পড়েছে রুপোলি পর্দায়। এরপরেই তিনি বলেন, ‘একমাত্র সমীকরণ যেখানে খুব বেশি কথাবার্তা বলার সুযোগ হয়নি, তা হল শ্রীদেবীর সঙ্গে। যেভাবে উনি নিজেকে সকলের সামনে পেশ করতেন, সেই কারণেই খুব বেশি সুযোগ আসেনি। ওর সঙ্গে খুব স্পষ্টভাবে কথা বলতাম। তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী ছিলেন। এবং অভিনয়ের সময় মুহূর্তের মধ্যে ইম্প্রোভাইজ করতে পারতেন। তাই খুব সতর্ক থাকতে হত।’

অতীতে সানি এবং শ্রীদেবীর 'চালবাজ' ছবির পরিচালক তাঁদের সঙ্গে তকাজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন। তিনি জানান, ছবির একটি গানের দৃশ্যায়নের সময় শ্রীদেবী চিরাচরিত ছকের বাইরে একদম আলাদা একটি প্রক্রিয়া অনুসরণ করতে চেয়েছিলেন। ফলস্বরূপ সানিকে নাচতে হয়েছিল। শ্রীদেবীর মতো দক্ষ নৃত্যশিল্পীর সঙ্গে নাচ কী আর মুখের কথা! সানি ভয় পেয়ে প্রায় দু’ঘণ্টার জন্য সেট ছেড়েই চলে গিয়েছিলেন।

পরিচালক উল্লেখ করেছেন যে, শ্রীদেবী ‘না জানে কাহা সে’ গানটির জন্য এক অভূতপূর্ব দৃশ্যায়ন এবং কোরিওগ্রাফি চেয়েছিলেন। তখনই চলচ্চিত্র নির্মাতা সানিকে নাচতে বাধ্য করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “তাই, আমরা শুটিং শুরু করলাম। আমরা সবাই তখনই কোনও না কোনও আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করছিলাম। তারপর, সানির নাচের সময়। তিনি সিঁড়ির দিকে তাকিয়ে বললেন, 'আমি বাথরুম থেকে আসছি'। তারপর আর ফিরে আসেননি। দু’ঘণ্টা ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।” পরে অভিনেতা ফিরে এসে পারফর্ম করেন।

কাজের ক্ষেত্রে সানিকে শেষবার চলতি বছরে গোপীচাঁদ মালিনেনির ' জাট' ছবিতে দেখা গিয়েছিল । এই ছবিতে তিনি তার অ্যাকশন-প্যাকড চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। এরপর বলিউড অভিনেতার আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সানি ১৯৯৭ সালের হিট ছবি ' বর্ডার' -এর সিক্যুয়েল ' বর্ডার ২'- এ অভিনয় করবেন । তাঁর সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা। ছবিটি ২০২৬ সালে ২৩শে জানুয়ারি মুক্তি পাবে। এছাড়াও, ২০২৬ সালের দীপাবলিতে রণবীর কাপুরের সঙ্গে নীতেশ তিওয়ারির ' রামায়ণ' -এও দেখা যাবে সানিকে। রাজকুমার সন্তোষী পরিচালিত ' লাহোর ১৯৪৭'- তেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি।