২০২৩ সালে ‘গদর ২’-এর বিস্ফোরক সাফল্যে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন সানি দেওল। বহু রেকর্ড ভেঙে দেওয়া এই ছবির পর অনেকে ভাবছিলেন এটি হয়তো একবারের ম্যাজিক। কিন্তু ২০২৫ সালের ‘জাঠ’ প্রমাণ করে দিল, সানির কামব্যাক আদৌ কাকতালীয় নয়; তাঁর চিৎকারে রয়েছে এখনও আগের মতোই তেজ। তাই ২০২৬ সালে তাঁর ঝুলিতে থাকা ছবিগুলো নিয়ে আগ্রহ তুঙ্গে। নতুন বছরের শুরুতেই প্রজাতন্ত্রে দিবসের আবহে মুক্তি পাচ্ছে 'বর্ডার ২', আর তার ঠিক পরেই মার্চে আসছে আবেগভরা ড্রামা 'গাবরু'- যেখানে লুকিয়ে আছে এক বিশাল চমক।

সেই চমকটাই এখন সামনে এসেছে ‘গাবরু’-তে রয়েছে সলমন খানের এক আদুরে, হৃদয়ছোঁয়া ক্যামিও!এমনটাই জানিয়েছে এক  সূত্র। সেই সূত্রের দাবি, ছবিতে এমন একটি গুরুত্বপূর্ণ ট্র্যাক ছিল যেখানে একজন বড় তারকার উপস্থিতি প্রয়োজন হতো। নির্মাতারা শুরু থেকেই জানতেনএই জায়গায় সবচেয়ে উপযুক্ত সলমন খান-ই। প্রস্তাব দেওয়ার পর চিত্রনাট্য পড়ে চরিত্রটির গুরুত্ব দেখে  সলমন এতটাই খুশি হয়েছিলেন যে তৎক্ষণাৎ রাজি হয়ে যান। তারপরই চুপচাপ, প্রচারবিমুখভাবে এক বছর আগে চুপিচুপি শুট করে ফেলেন নিজের অংশটি।

সূত্র আরও জানায়, সলমন খানের ক্যামিও ‘গাবরু’-র প্রাণ। এটি যেমন আবেগে ভরা, তেমনই অত্যন্ত জমাটি। তিনি মোট তিনটি গুরুত্বপূর্ণ দৃশ্যে আছেন। মানে এটিকে বলা যায় খানিক বড় ক্যামিও। সলমন-সানি জুটির ইতিহাসও বেশ মজার। দু’জনের বন্ধুত্ব বরাবরই গভীর, কিন্তু তাঁরা বড়পর্দায় একসঙ্গে কাজ করেছেন মাত্র একবার -১৯৯৬ সালের ‘জিৎ’-এ। ২০০৮ সালের ‘হিরোজ’-এ দু’জনে অভিনয় করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তাই এত বছর পর এই রিউনিয়ন-ই ভক্তদের উত্তেজনার কারণ।

অন্যদিকে সলমনের ২০২৬ সালও হতে চলেছে ব্যস্ত। গাবরু  ছাড়াও তাঁকে দেখা যাবে আরেকটি স্পেশাল অ্যাপিরিয়েন্সে – ‘রাজা শিবাজি’ ছবিতে, যেখানে তিনি ‘জীবা মহালা’ চরিত্রে। ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন রীতেশ দেশমুখ। মে মাসে মুক্তি পাবে ‘রাজা শিবাজি’, আর তার আগে ১৩ মার্চ বড়পর্দায় আসছে গাবরু। পাশাপাশি বছরের প্রথমার্ধেই সালমানকে দেখা যাবে তাঁর বহু প্রতীক্ষিত ওয়ার-অ্যাকশন ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এ।

সব মিলিয়ে ২০২৬ সাল বলিউডে সানি–সলমন দু’জনের জন্যই হয়ে উঠতে চলেছে রোমাঞ্চকর। আর ‘গাবরু’-র গোপন ক্যামিও ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে প্রত্যাশার পারদ।

চলতি বছরের অন্যতম বড় চমক হয়তো এটাই!