বিশ্বজুড়ে রহস্যময় ভবিষ্যদ্বক্তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল বুলগেরিয়ার অন্ধ নারী — বাবা ভাঙ্গা। ২০শ শতকের এই ভবিষ্যদ্রষ্টা দাবি করা হয় যে বহু বিশ্ব–পরিবর্তনকারী ঘটনা তিনি আগে থেকেই ‘সঠিকভাবে’ ভবিষ্যদ্বাণী করেছিলেন—যেমন নিউইয়র্কের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, এমনকি সাম্প্রতিক কোভিড-১৯ মহামারিও।
2
10
তাঁর ভবিষ্যদ্বাণীর তালিকা শুধু অতীতেই সীমাবদ্ধ নয়। ‘বিশ্বাসীরা’ মনে করেন, বিশ্ববাজারে বর্তমান স্বর্ণমূল্যের তীব্র উত্থানও নাকি তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে যুক্ত। এমনকি দাবি করা হচ্ছে, ২০২৬ সালে এক ভয়াবহ “ক্যাশ ক্রাশ” বা বিশ্বের আর্থিক ধস দেখা দেবে, যা আন্তর্জাতিক সোনার দামের অতিমাত্রায় বৃদ্ধি ঘটাবে—একথাও নাকি ভাঙ্গা আগে থেকেই বলে গিয়েছিলেন। কিন্তু কে ছিলেন এই রহস্যময় নারী? কীভাবে তিনি এই ‘অলৌকিক’ পূর্বদৃষ্টির ক্ষমতা লাভ করেছিলেন?
3
10
১৯১১ সালের ৩ অক্টোবর, তখনকার অটোমান সাম্রাজ্যের সেলোনিকা ভিলায়েতের স্ট্রুমিত্সা শহরে জন্ম নিয়েছিলেন ভানগেলিয়া পানদেভা গুশতেরোভা—যাকে পরবর্তীতে আমরা চিনি বাবা ভাঙ্গা নামে। ১২ বছর বয়সে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি চিরতরে দৃষ্টি হারান।
4
10
কিন্তু জনপ্রিয় কাহিনিগুলো দাবি করে, অন্ধত্বের পর থেকেই ভানগেলিয়া নাকি অদ্ভুতধর্মী ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা লাভ করেন। মানুষের জীবনে কী ঘটতে চলেছে, বা বিশ্বরাজনীতির কী মোড় আসতে পারে—এসব নাকি তিনি অসাধারণ নির্ভুলতায় ‘দেখতে’ পেতেন।
5
10
‘বলকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিতি পাওয়া ভাঙ্গা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার বেলাসিত্সা পর্বতাঞ্চলের রুপিতে। ১৯৭০ ও ৮০–র দশকে তিনি পূর্ব ইউরোপে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। হাজার হাজার মানুষ তাঁর কাছে ভবিষ্যদ্বাণী শুনতে ভিড় জমাতেন।
6
10
বাবা ভাঙ্গা ৫০ বছরেরও বেশি সময় ধরে ভবিষ্যদ্বাণী করেছেন বলে দাবি করা হয়। ধারণা করা হয়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট ৫,০৭৯টি ভবিষ্যদ্বাণী করেছিলেন।
7
10
তাঁর ‘অনুসারীরা’ বলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আগে থেকেই জানতেন। সোভিয়েত ইউনিয়নের পতন (১৯৯১) ভবিষ্যদ্বাণী করেছিলেন। নিউইয়র্কে ৯/১১ হামলা ইঙ্গিত করেছিলেন। প্রিন্সেস ডায়ানার মৃত্যু। ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি এবং Covid-19 ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণও তিনি নাকি বলে গিয়েছিলেন।
8
10
অবশ্য ইতিহাসবিদ ও গবেষকদের বড় অংশ এসব দাবিকে কুসংস্কার ও অতিরঞ্জিত ব্যাখ্যা বলে উড়িয়ে দেন। ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলোর বেশিরভাগই অস্পষ্ট, ব্যাখ্যা-নির্ভর এবং পরে ঘটনাকে মিলিয়ে দেখানো—বলেই তাঁদের মত।
9
10
সম্প্রতি তাঁর নাম আবার আলোচনায় আসে আন্তর্জাতিক স্বর্ণবাজারে রেকর্ড ভাঙা দামের বৃদ্ধিকে কেন্দ্র করে। বেশ কিছু ‘বিশ্বাসী’ দাবি করছেন, ভাঙ্গা নাকি ২০২৬ সালে এক বড় অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলেছিলেন। এই ‘ক্যাশ ক্রাশ’ নাকি টাকার উপর মানুষের আস্থা কমিয়ে দেবে, এবং বিপুল জনগণ সোনা–রূপোর দিকে ঝুঁকবে—ফলে সোনার দাম আকাশছোঁয়া হবে।
10
10
কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও, তাঁর ভবিষ্যদ্বাণীগুলো বহু মানুষের মনে আতঙ্ক, আগ্রহ ও রহস্যের জন্ম দেয়। মৃত্যুর প্রায় তিন দশক পরও, বাবা ভাঙ্গা আজও বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ভবিষ্যদ্বক্তাদের একজন।