বাংলাদেশি অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। বিকিনি পরা ছবি নিয়ে ট্রোলিং যেন থামছে না। অনেকেই তাঁর সাহসী উপস্থিতিকে ব্যক্তিগত পছন্দ ও ফ্যাশনের অংশ হিসাবে সমর্থন করেছেন, অন্যদিকে রক্ষণশীল একটি অংশ এটিকে বাংলাদেশের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে বেমানান বলে সমালোচনা করেছে। সোশ্যাল মিডিয়ায় চলা এই তর্ক-বিতর্কে কেউ নারী স্বাধীনতার প্রশ্ন তুলেছেন, আবার কেউ অনলাইনে অযাচিত সমালোচনা ও বডি-শেমিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
2
6
মডেল এবং অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর তিনি দেশের পতাকা হাতে প্রতিযোগিতার মূল ভেন্যু থাইল্যান্ডে অক্টোবরের শেষ দিকে উড়ে যান।
3
6
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের চলমান বিতর্ক নিয়ে থাইল্যান্ড থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিথিলা নিজের গভীর ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। সেই বার্তায় তিনি দেশের মানুষের প্রতি ক্ষোভ জানিয়ে প্রতিযোগিতার কঠিন বাস্তবতাও তুলে ধরেছেন।
4
6
ভিডিও বার্তায় মিথিলা বলেন, “অন্য দেশের মানুষ আমাকে ট্রোল করলে আমার কিছু যায় আসে না। কিন্তু আমাদের দেশের মানুষ দেখছে আমি কতটা পরিশ্রম করছি। এত বড় মঞ্চে একজন ভাল প্রতিযোগী এসে যদি এত চেষ্টা করে, এত শৃঙ্খলার সঙ্গে সবকিছু সময়মতো করে, এত শেখে, এত পরিশ্রম করে—তারপরও নিজের দেশের মানুষের কাছ থেকে যদি প্রশংসা না পায়, তাহলে সেটা সত্যিই খুব কষ্টের।”
5
6
বিকিনি পরা নিয়ে তিনি বলেন, “আর কতবার বলতে হবে—যদি আমি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতে যেতে পারব না। আপনারা চান আমি জিতি। তাহলে জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে আসলে কোনও ধর্ম নেই। এখানে জিততে হলে, বাংলাদেশকে জেতাতে হলে আমাকে পড়াশোনা করে প্রস্তুতি নিতে হবে।”
6
6
তাঁর ভাষায়, “এই জায়গাটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এখানে এত মানুষের সঙ্গে প্রতিযোগিতা—এবং সকলেই ভাল। কেউ খারাপ নয়। তাই তাঁদের সঙ্গে টক্কর দিতে হলে আমাকে আরও অনেক ভাল করতে হবে, আর আমার দেশের মানুষকেও আরও অনেক দূর এগিয়ে আসতে হবে।”