টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

সঞ্জয়ের সম্পত্তি মামলার নয়া মোড় 


প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর-এর বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান এবং বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের মধ্যে চলা আইনি লড়াইয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। দিল্লি হাইকোর্টে করিশ্মা কাপুরের কন্যার আইনজীবী অভিযোগ করেন যে, তাঁর দু'মাসের কলেজ ফি বকেয়া রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে 'মেলোড্রামা' পরিহার করার পরামর্শ দেয়।তবে, পরবর্তী শুনানিতে প্রিয়া সচদেবের আইনজীবী শেল ট্রেহান এই দাবি পুরোপুরি খারিজ করে দেন। তিনি কোর্টে একটি ৯৫ লক্ষ টাকা প্রতি সেমিস্টার ফি-এর রসিদ পেশ করেন, যা প্রমাণ করে যে ইতিমধ্যে ফি পরিশোধ করা হয়ে গেছে। তিনি আরও স্পষ্ট করেন যে পরবর্তী কিস্তি ডিসেম্বরে বাকি আছে। এর ফলে, ফি বাকি থাকার আগের অভিযোগটি সরাসরি মিথ্যা প্রমাণিত হয়। আইনজীবী ট্রেহান আরও বলেন যে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে প্রিয়া কাপুর সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য কল্যাণের জন্য ১ কোটি টাকার বেশি খরচ করেছেন। ফি সংক্রান্ত বিষয়টি মিটে যাওয়ার পর আদালত এখন মামলার মূল বিষয় – সঞ্জয় কাপুরের উইলের সত্যতা– যাচাইয়ের দিকে মনোযোগ দিয়েছে, যা করিশ্মা ও তাঁর সন্তানরা জাল বলে অভিযোগ করেছেন। এই সম্পত্তির পরিমাণ প্রায় ৩০,০০০ কোটি টাকা।


জিনাতের ৭৪তম জন্মদিন


বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমন সম্প্রতি তাঁর ৭৪তম জন্মদিন বেশ আড়ম্বরের সঙ্গে পালন করলেন। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে হওয়া এই জমকালো জন্মদিনের পার্টির একটি বিশেষ ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং। সমাজমাধ্যমে ভাগ করা এক ভিডিওতে দেখা যায়, জিনাত আমন তাঁর প্রিয়জনের মাঝে কেক কাটছেন। তবে পার্টির সেরা মুহূর্তটি ছিল অন্যদিকে। অর্চনা পূরণ সিং জানিয়েছেন, জন্মদিনের সন্ধ্যায় জিনাত আমনের সঙ্গে তাঁর আইকনিক গান 'দম মারো দম'-এর তালে নাচাটাই ছিল তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় ঘটনা। তিনি আফসোস করেছেন যে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে পারেননি। অভিনেত্রী জিনাত আমনও পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির ছবি ভাগ করে লেখেন, 'আমি সবসময় ছোট করে জন্মদিন পালন করতে পছন্দ করি। কিন্তু আমার প্রিয় বন্ধু পাম্মির দেওয়া এই পার্টিতে সেই 'লার্জার দ্যান লাইফ পাঞ্জাবিরা' আমাকে বছরের পর বছর না নাচা নাচের সুযোগ করে দিয়েছে! স্বাভাবিক জীবনের থেকে এই বিচ্যুতি খুব মজার ছিল।'

 


কীভাবে মৃত্যু হল অনুনয়ের?

 

দুবাই-ভিত্তিক জনপ্রিয় ভারতীয় ভ্রমণ ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ গত ৪ নভেম্বর লাস ভেগাসে মারা যান। উইন লাস ভেগাস হোটেলের ঘরে তাকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়। তার বয়স ছিল ৩২ বছর। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের রিপোর্টে এই ঘটনাকে 'অ-অপরাধমূলক/চিকিৎসা' সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে, তবে প্রাথমিক তথ্যে সম্ভাব্য ড্রাগ ওভারডোজের ইঙ্গিত দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ঘটনার রাতে আনুমানিক ভোর ৪:০০-এর দিকে অনুনয় এবং তাঁর প্রাক্তন বাগদত্তা শিবানী-সহ আরও একজন মহিলা হোটেলের ক্যাসিনো ফ্লোর থেকে একজন ব্যক্তির কাছ থেকে কোকেন ভেবে একটি পদার্থ কেনেন। তারা সেই পদার্থ সেবনের পর ঘুমিয়ে পড়েন। পরে মহিলারা জেগে উঠে অনুনয়কে স্পন্দনহীন অবস্থায় পান। প্যারামেডিকসরা এসে নার্কান (ওপিওড ওভারডোজের ওষুধ) এবং সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাদা পাউডারের ছোট ব্যাগ উদ্ধার করেছে। যদিও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করেনি, তবে ক্লার্ক কাউন্টি করোনারের অফিস টক্সিকোলজি রিপোর্ট বিশ্লেষণ করছে যা মৃত্যুর চূড়ান্ত কারণ নির্ধারণ করবে। অনুনয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় তার পরিবার এবং বন্ধুরা প্রথম জানায়। তাঁর অকাল প্রয়াণে অনুরাগী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।