ভারত সফরে লিওনেল মেসি। শনিবার গভীর রাতে কলকাতায় পা রাখেন ফুটবলের রাজপুত্র। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় রাত থেকেই শহরের নানা প্রান্তে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। যুবভারতী ক্রীড়াঙ্গন ঘিরে তৈরি হয় প্রবল উত্তেজনা—একটাই বাসনা, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনারমহাতারকাকে অন্তত একবার নিজের চোখে দেখা।

কিন্তু সেই উন্মাদনার মাঝেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ ওঠে, বহু দর্শক নিজের পকেটের টাকা খরচ করে এলেও মাঠে মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। আর সেই অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার আঁচ এসে লাগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিকেও।

মেসির সঙ্গে দেখা করতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভশ্রী। মনে করা হচ্ছে, বিশেষ আমন্ত্রণ পেয়েই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। শুধু তা-ই নয়। তাঁর পাশে দাঁড়িয়ে লেন্সবন্দিও হয়েছেন রাজ-ঘরনি। ‘ঈশ্বর’ দর্শনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। আর তাতেই হিতে বিপরীত।

মেসির দর্শন না পাওয়ার ক্ষোভ এবার উগরে দিলেন অনুরাগীদের একাংশ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর।অভিযোগ, মোটা টাকা দিয়ে টিকিট কেটেও প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বকাপজয়ী ফুটবল তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পাননি সাধারণ দর্শক। অথচ ‘তারকা’ তকমার জোরেই নাকি অনায়াসে মেসির কাছে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)