ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। কলকাতা ছাড়াও যাবেন হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি। ১৩ ডিসেম্বর ছিল তাঁর সফরের প্রথম দিন। এদিন কলকাতায় ঠাসা কর্মসূচি ছিল এই আর্জেন্টিনার ফুটবল তারকার। সেই অনুষ্ঠানে বাংলা সিনে জগতের হয়ে প্রতিনিধিত্ব করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাজির ছিলেন মাঠেও। অভিজ্ঞতা জানিয়ে কী লিখলেন বাংলার লেডি সুপারস্টার?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন সমাজমাধ্যমে তাঁর 'ঈশ্বর' দর্শনের একগুচ্ছ ছবি ভাগ করে নেন। অভিজ্ঞতা জানিয়ে লেখেন, 'বাংলার সিনে জগতের হয়ে দ্য গোট ইন্ডিয়া ট্যুরে প্রতিনিধিত্ব করলাম।' অভিনেত্রী তাঁর এই পোস্টে লিওনেল মেসিকেও ট্যাগ করেছেন।
লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। সঙ্গে ছিলেন লুই সুয়ারেজ এবং রডরিগো ডি'পল। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এদিন হালকা খয়েরি রঙের টপ, চেক স্কার্ট ও রোদচশমায় দেখা যায়। ছিমছাম সাজে নজর কাড়েন নায়িকা। অন্যদিকে মেসি অল ব্ল্যাক লুকে তাঁর কলকাতা সফরে বেরিয়েছিলেন।
মেসিকে কলকাতায় আমন্ত্রণ জানাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন কিং খানও। ১২ ডিসেম্বর মধ্যরাতে শহরে পা রাখেন লিওনেল মেসি এবং তাঁর সঙ্গীরা। তার কিছু পরেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিল তাঁর ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজ পূজা দাদলানি। ১৩ ডিসেম্বর যে হোটেলে ছিলেন সেই হোটেলে থেকেই ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন লিওনেল মেসি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু। লেকটাউনের এই মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানেই দেখা মেলে শাহরুখ খানের। ছেলে আব্রামের হাত ধরে তিনি আসেন। কথা বলেন মেসির সঙ্গে। করমর্দন সেরে তোলেন ছবিও।
এদিন হোটেলে লিওনেল মেসির সঙ্গে দেখা করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। কিছু পর সাড়ে ১১ টার দিকে মাঠে ঢোকেন মেসি। কিন্তু মিনিট ১৫-২০ এর মধ্যেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্ষুব্ধ দর্শক তাঁকে দেখতে না পাওয়ায় বোতল, চেয়ার ছুঁড়ে মাঠে ফেলতে থাকেন। তাঁর নিরাপত্তার জন্যই বের করে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই শহর ছাড়েন লিওনেল মেসি। ১৪ বছর পর শহরে এসেছিলেন। মাঠে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শাহরুখ খানের। কিন্তু এই ঘটনার পর সেটা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, সকাল ন'টা থেকেই শুরু গান-বাজনা। গান করেন অনীক ধর। বলিউডের হিট নম্বরের পাশাপাশি ছিল মেসিকে নিয়ে বিশেষ গান। আর্জেন্টিনার ট্যাঙ্গো এবং রবীন্দ্রনৃত্য মিলিয়ে নৃত্য পরিবেশন করা হয়। দ্বিতীয়বার মেসির পা যুবভারতীতে পড়ার আগেই তৈরি এক ম্যাজিক্যাল মুহূর্ত। সকাল ১০.১৫ মিনিট থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে প্রায় ১০.৪৫ পর্যন্ত। কিন্তু সময় গড়াতেই ছবি বদলে যায়।
