ষষ্ঠী পেরিয়ে সপ্তমীতে দুর্গাপুজো। দেবী দুর্গার আরাধনার মেতে উঠেছেন টলি তারকারা। পরিবার হোক বা ভালবাসার মানুষের সঙ্গে, পুজোয় চুটিয়ে আনন্দ করছেন অভিনেতা-অভিনেত্রীরা। পরিবারকে নিয়ে পুজো মণ্ডপে দেখা এল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

ছেলেমেয়ে, ননদ, ভাগ্নীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুজোর চার দিন কোনও নিয়মে নিজেকে বাঁধতে ভালবাসেন না নায়িকা। এই সময় যত ইচ্ছা খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আনন্দে মেতে থাকেন তাঁরা। রাজের বাড়িতে হয় বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত হন সেই জমায়েতে। এদিন হলুদ পোশাকে ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে সাজিয়েছিলেন অভিনেত্রী। একই রংমিলান্তিতে দেখা গেল রাজ ও শুভশ্রীকে। চোখে সানগ্লাস পরে আলাদা লুকে দেখা গেল তারকা জুটিকে।

