সংবাদ সংস্থা মুম্বই: তাঁকে বলিউডের ‘শো-ম্যান’ বলা হয়। নয়ের দশক পর্যন্ত তাঁর একের পর এক ছবি বক্স অফিস কাঁপিয়ে চুরমার করেছে বহু রেকর্ড। তিনি, সুভাষ ঘাই। কয়েক দশকের বলিউডে একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘খলনায়ক’, ‘পরদেশ’, ‘তাল’-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক বহু বছর হল পরিচালকের আসনে আর বসেন না। কেন বসেন না? সদ্য সেই কারণ নিজেই ফাঁস করলেন সুভাষ। জানালেন, বর্তমানে প্রযুক্তির কারিকুরি যেভাবে গ্রাস করে নিয়েছে লেখক, চিত্রনাট্যকারদের ভাবনার খোরাক, ক্ষমতা তার ফলে মনের মত গল্প পাওয়া মুশকিল। অতএব ছবি তৈরি থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। 

 

সেই সাক্ষাৎকারে সুভাষ ঘাই আরও জানান, আজকাল ছবি তৈরি করেন যাঁরা, ছবির প্রতি তাঁদের সেই দরদটাই আর নেই। তাঁর নিজের ইউনিটের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য।  বর্ষীয়ান পরিচালকের কথায়, " একবার আমার পরিচিত এক লেখককে একটি গল্পের ভাবনা দিয়েছিলাম। এবং দিয়ে জানিয়েছিলাম এই বীজ থেকে সে যেন ছবির উপযুক্ত একটি গল্প বোনে। শুনে সে জানায় আগামী ১৫ দিনের মধ্যে সে পুরো গল্পটা লিখে ফেলবে। একদম তারিখও বলে দেয় সে। এবং  তিনেক পর সেই গল্পের প্রথম খসড়াও সে আমাকে পাঠাবে। এবং তারপর গল্প লেখার পুরো পারিশ্রমিক পুরোটাই চেয়ে বসে, কাজ শেষ করার আগেই। আমি তো অবাক। জিজ্ঞেস করেছিলাম, ‘তুই কি রুটি বানাস নাকি?’

 

আরও ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বলিউডে আজকাল  ছবির চিত্রনাট্য হোয়াটস অ্যাপে লেখা হয়। কিছু হলেই ই-মেল করতে হয়। এরকম করে  কী আর গল্প-চিত্রনাট্য লেখা হয়! পরিচালকের প্রশ্ন, “গত ১০ বছরে রণবীর কাপুর ছাড়া আর কোন অভিনেতা তারকা হয়ে উঠতে পেরেছেন? জবাব হল পারেননি। কেন পারেননি? কারণ আজকালকার অভিনেতারা অভিনয়ে মন দেওয়া ছাড়া টাকাপয়সা বাড়ানোর দিকে বেশি মন দেন। কত বিজ্ঞাপনের মুখ হতে পারলাম, সেসব নিয়ে ভাবেন। ঠিক এইসব না ভাবার জন্যেই আজও আটের দশকের তারকারা তারকা।”