নিজস্ব প্রতিনিধি: বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, বাংলা ছোট পর্দার আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে। অবশেষে শেষ দিনের শুটিং হয়ে গেল স্টার জলসার 'চিনি' ধারাবাহিকের। এক বছরের মাথায় বন্ধ হতে চলেছে মিসিং স্ক্রু প্রোডাকশনের এই সিরিয়াল। সমাজ মাধ্যমে ছবি ভাগ করে এই খবর জানালেন ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীরা।
'চিনি' ধারাবাহিকের শুরুতে দর্শকেরা দেখেছিলেন সোমরাজ মাইতি এবং ইন্দ্রানী ভট্টাচার্যের জুটিকে। দ্রোণ ও চিনির গল্প দিয়ে শুরু হয় ধারাবাহিকের শুটিং। তবে কিছুদিনের মধ্যেই বড়সড় বদল হয়। বদলে যায় ধারাবাহিকের নায়িকা। ইন্দ্রানী ভট্টাচার্যের জায়গায় 'চিনি' চরিত্রে অভিনয় শুরু করেন বিজয়লক্ষী চট্টোপাধ্যায়। দ্রোণ ও চিনির জীবনের নানান সমস্যা আসলেও ঠান্ডা মাথায় তা সমাধান করে চিনি। মাঝে গল্পের খাতিরে এগিয়ে যায় অনেকটা সময়। ধারাবাহিকে চিনি ও দ্রোণের সন্তানকেও দেখানো শুরু হয়। তবে এবার অবশেষে ইতি টানল 'চিনি'।
আসলে নায়িকা বদলালেও টিআরপি তালিকায় সেইভাবে কখনও জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। সময়ের সঙ্গে গল্পে এসেছে নানা মোড়। তাতেও টিআরপিতে আঁচ পড়েনি। বর্তমানে রাত সাড়ে ১০টার স্লটে সম্প্রচারিত হয় এই মেগা।
গল্প ভাল হলেও অনেক সময় টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারে না অনেক ধারাবাহিক। যার জন্য সাম্প্রতিককালে একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার রেশ দেখা গিয়েছে। অনেক সময় আবার চ্যানেল ও প্রযোজনা সংস্থার সমস্যা বা অন্যান্য কারণেও হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় ধারাবাহিক। যা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে শিল্পী ও কলাকুশলীদের। ঠিক তেমনভাবেই এক বছর হওয়ার আগেই আচমকা বন্ধ করে দেওয়া হল 'চিনি'। আর ওই নির্দিষ্ট সময়ে নতুন কোন ধারাবাহিক আসে,সেটাই এখন দেখার।
