আজকাল ওয়েব ডেস্ক: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি, দেশ এমনকী বিদেশও। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষে থেকে তারকারা। সকলের একটাই দাবি, 'বিচার চাই' । ঘটনাটি নিয়ে সরব হয়েছে টলি পাড়া। একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন অভিনেতা-অভিনেত্রীরা। আর তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদকে। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দেয় মৃতার বাবা-মা। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইনস্টাগ্রামে অভিনেত্রীকে লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।”
এই কর্দয মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে দুটি মন্তব্যের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিমি। তিনি লেখেন, “আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?”
মিমির পোস্টের স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন সৃজিত। অভিনেত্রীকে আক্রমণের মোক্ষম জবাব দেন তিনি। পরিচালক লিখেছেন, “তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।”
মিমি ও সৃজিত দুজনেই নির্যাতিতার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। সোশ্যাল মিডিয়াতেও ক্রমাগত গলার স্বর জোরালো করেছেন।মিমির এই পোস্টে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরাও।
