নিজস্ব সংবাদদাতা: কাজের ফাঁকেই জন্মদিন পালন করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মুক্তি পেল 'টেক্কা'র প্রথম গান। তবে এরপর কি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে জন্মদিন পালন করবেন সৃজিত? কি বললেন পরিচালক? 

 

জন্মদিনেও কাজকেই বেশিরভাগ সময়টা দিলেন পরিচালক। সেখানেই কেক কাটার পাশাপাশি দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়কে কেক খাইয়ে দিলেন 'বার্থডে বয়'। জন্মদিনে দর্শকদের উপহার দিলেন দারুন একটি গান। তবে এরপর কি বিশেষ পার্টি দিচ্ছেন সৃজিত? সৃজিত মুখোপাধ্যায় উত্তর দেওয়ার আগেই স্বস্তিকা এই প্রসঙ্গে বলেন, "না তো! কোনও পার্টি দিচ্ছে না, আমি জানি বাড়িতেই প্ল্যান, এইটুকু খবর তো রাখি, এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি।" এই কথা বলেই হাসি শুরু দু'জনের। 

 

 

সৃজিতের কথায়, "একদমই তাই, আজ কোনও পার্টি নয়, বরং মায়ের সঙ্গে সময় কাটাব। মা বাড়িতে অনেক রান্না করেছে, জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে।"

 

 

তবে এই বিশেষ দিনে স্ত্রী মিথিলার নাম নিলেন না সৃজিত। বরং স্বস্তিকার সঙ্গে কথা বলার সময় আগে কাটানো জন্মদিনের বিশেষ মুহূর্তে ফিরে গেলেন। জন্মদিনের বাকি সময়টা সৃজিতের সঙ্গে স্বস্তিকাও থাকবেন কিনা তা না জানালেও এই বিশেষ দিনে প্রাক্তন প্রেমিক কীভাবে সময় কাটাবেন তা আগে থেকেই জানা হয়ে গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই রাখঢাক করেননি সৃজিত-স্বস্তিকা। তবে তাঁদের এই প্রেমের সঙ্গে কাজের কোনও সম্পর্ক নেই, তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আগেই।