নিজস্ব সংবাদদাতা: জানা গিয়েছিল, কাঞ্চন মল্লিক নাকি গুরুতর অসুস্থ। কী হয়েছে তাঁর? এবার খোদ শ্রীময়ী চট্টরাজ নিজেই জানালেন কেমন আছেন তাঁর স্বামী। কাঞ্চনও জানালেন এখন কেমন আছেন তিনি।

 

 

শনিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে বলেন, "প্রথমে বলি আমার কাছে গুরুতর অসুস্থর সংজ্ঞাটা আমার কাছে আলাদা। কাঞ্চন গুরুতর অসুস্থ নয়, ভুল বুঝবেন না। তবে কাঞ্চন অসুস্থ হয়েছিল মাঝখানে। যে কোনও শারীরিক অসুস্থতাই তো অসুস্থতা।"

 

 

শ্রীময়ী আরও বলেন, "গত ১৩-১৪ তারিখ থেকে কাঞ্চনের প্রায় দিন রাত 'রক্তবীজ ২'-এর শুটিং চলছিল। ১৫ তারিখে কাঞ্চনের প্রচণ্ড বাড়াবাড়ি হয়। লুজ মোশন আর বমি শুরু হয়ে যায়। ও সেটা ওষুধ খেয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। কাঞ্চন এত হাসপাতাল, নার্সিং হোমে পছন্দ করে না ভর্তি হতে। ১৬ তারিখে কাঞ্চন আর পারে না। সেদিন সকালে অন্য শুটিং ছিল, রাতে 'রক্তবীজ ২'- এর শুটিং ছিল। সেখান থেকে ও ফোন করে জানায় যে ও আর পারছে না। তখন রাত্রিবেলা ওকে নার্সিং হোমে ভর্তি করা হয়।"

 

 

এদিন কাঞ্চনকেও ভিডিওতে বলতে শোনা যায়, "এখন আমি ফিট অ্যান্ড ফাইন আছি। ফুড পয়জনিং এবং ডায়রিয়া হয়েছিল। 'রক্তবীজ ২'-এর শুটিং চলছিল, আর প্রচণ্ড গরম ছিল। তার মাঝে একদিন বন্ডে সই করে এসে 'রক্তবীজ ২'-এর শুটিং করি। উইন্ডোজ প্রোডাকশনকে অনেক ধন্যবাদ, ওঁরা অনেক হেল্প করেছেন। কিন্তু সেটা অনেক আগের কথা। এখন আমি একদম সুস্থ আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে নিয়ে এত চিন্তিত হয়েছেন।"