নিজস্ব সংবাদদাতা: গত ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’।  

 

মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল। নেটিজেনদের চোখ এড়াতে পারেনি শ্রীময়ীর শাড়িতে ঢাকা বেবিবাম্প। তবে সেই নিয়ে মুখ খোলেননি দম্পতি। শেষে কাঞ্চনের মেয়ে হওয়ার সুখবরের পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছিল সকলে। 

 

 

মা হওয়ার জার্নিতে সর্বক্ষণ শ্রীময়ীর পাশে ছিলেন কাঞ্চন। সারাক্ষণ বউ-মেয়েকে আগলে রাখছেন তিনি। পার্কস্ট্রিট লাগোয়া বেসরকারি হাসপাতালে শ্রীময়ীর সঙ্গেই রয়েছেন অভিনেতা। হাসপাতালেও তিনি নিজের হাতে যত্ন নিচ্ছেন তাঁর সন্তানের মায়ের।

 

 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী এক আবেগঘন পোস্ট করলেন। ওই পোস্টের ছবিতে দেখা গেল হাসপাতালের বেডে হেলান দিয়ে বসেছেন শ্রীময়ী। কাঞ্চন তাঁর মুখের সামনে ধরেছেন চায়ের কাপ। বউকে চা খাইয়ে দিচ্ছেন তিনি।

 

এই ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'ভাল কিংবা খারাপ সব পরিস্থিতিতেই যে মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। মা হওয়ার জার্নির প্রথম দিন থেকে যে মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে। আমার সব আবদার মিটিয়েছে, আমার অনুভূতিগুলো হাসিমুখে সহ্য করেছে। আমাকে ভালবাসায় আগলে রেখেছে, এখনও রাখছে। মেয়ের যত্ন নিচ্ছে, রাতে আমার সঙ্গে বারবার উঠছে কেবিনে। তোমার জন্যই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম সুস্থভাবে। খুব ভালবাসি তোমায় কাঞ্চন।'

 

 

 

প্রসঙ্গত, মেয়ের ছোট্ট গোলাপি হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন নিয়েছিলেন শ্রীময়ী। কৃষভির ছোট্ট আঙুল ধরে রেখেছে মায়ের হাত।