নিজস্ব সংবাদদাতা: মা-মেয়ের সম্পর্কের এক অন্যরকম গল্প বলতে আসছে রবিন নম্বিয়ার পরিচালিত ছবি 'ডিয়ার ডি'। এটাই হতে চলেছে তাঁর পরিচালনায় প্রথম ফিচার ছবি। প্রযোজনায় এসকে মুভিজ। ছবিতে মায়ের চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। এই ছবিতে প্রথমবার মা-মেয়ের চরিত্রে ধরা দেবেন শ্রাবন্তী-দিতিপ্রিয়া।

পরিস্থিতির চাপে পড়ে বদলায় মা-মেয়ের জীবন। পরিবর্তন আসে তাঁদের দু'জনের পথ চলায়। নিজেদের জীবনটা স্বাধীনভাবে বাঁচার তাগিদে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। একঘেয়ে জীবনের মাঝেই তাঁরা খুঁজে চলেন বেঁচে থাকার রসদ।

সূত্রের খবর, ২০২২ সালে লন্ডনে শুটিং শেষ হয়েছিল ছবির। মাঝে করোনা পরিস্থিতি এবং কিছু আভ্যন্তরীণ জটিলতার জন্য আটকে ছিল ছবির মুক্তি। কিন্তু খুব তাড়াতাড়ি সুখবর নিয়ে আসছে 'ডিয়ার ডি'। মুক্তি পেতে চলেছে ছবির প্রথম পোস্টার। তখনই জানা যাবে ছবি মুক্তির দিনক্ষণ। 'ডিয়ার ডি'-তে শ্রাবন্তী, দিতিপ্রিয়া ছাড়াও দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ ক্রুশল আহুজাকে। থাকছেন প্রিয়াঙ্কা মন্ডলও। ছোটপর্দায় বাংলা এবং হিন্দি ধারাবাহিকে কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ক্রুশল। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা।