মহিলাদের জীবনে হয়তো এমন একটিও দিন নেই, যেদিন রাস্তাঘাটে, বাসে, বা ভিড়ের মাঝে তাঁদের হয়রানির মুখে পড়তে হয়নি। বয়স, পোশাক—কোনও কিছুর সঙ্গেই এর যোগ নেই। এমনই এক ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী গৌতমী কাপুর। ‘স্পেশ্যাল অপস’-এর তৃতীয় সিজনের সাফল্যে এখন কেরিয়ারের শিখরে গৌতমী। তবু স্কুলজীবনের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে বুকে—অবচেতনের এক গভীর, না মোছা দাগ হয়ে।

গৌতমীর কথায়, “আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে এক লোক আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমি এতটাই ছোট ছিলাম, কয়েক মিনিট লেগে গেল বুঝতে আসলে কী হয়েছে! ভয়ে কাঁপতে কাঁপতে নেমে পড়ি বাস থেকে—মাথায় তখন শুধু একটা চিন্তা, ওই লোকটা কি আমার পিছন পিছন চলে আসবে না তো?”
ভয়টা শুধু ওই নোংরা লোকের জন্য নয়, বাড়িতে মায়ের প্রতিক্রিয়া নিয়েও ছিল আতঙ্ক। “ভাবছিলাম মা রাগ করবে কি না… কিন্তু মা আমার মুখের ভাব দেখেই জিজ্ঞেস করল, কী হয়েছে। তখন সব খুলে বললাম। শুনে মা বলল—ওই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে এক চড় মারতে হবে।”গৌতমীর মায়ের শেখানো লড়াইয়ের মন্ত্র স্পষ্ট—মেয়ে হয়েছে তো কী? এরকম পরিস্থিতিতে কখনও চুপ থাকবে না। “হাত চেপে ধরো, জোরে চিৎকার করো। প্রয়োজনে পেপার স্প্রে ব্যবহার করো, না হলে জুতো দিয়েও মারো।” এর আগেও গৌতমীর ঠাকুমা এক ট্রোলকে সপাটে জবাব দিয়েছিলেন, যখন সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য বিকিনি পরা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।
আজ অভিনেত্রী, রাম কাপুরের স্ত্রী, সফলতার পাশাপাশি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীকও বটে। নিজের শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে গৌতমী যেন সব মেয়েদের উদ্দেশে এক শক্তির বার্তা দিলেন—হয়রানি সহ্য নয়, প্রতিরোধই একমাত্র উত্তর।
ইন্ডিয়ান ওটিটি-জগতের অন্যতম আইকনিক স্পাই থ্রিলার ‘স্পেশ্যাল অপস’ ফিরেএসে ছে দ্বিতীয় সিজন নিয়ে। জিওহটস্টারের এই সিরিজ দেখে শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। কে কে মেনন আবার পর্দায় ফিরেছেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে। আর এবার তাঁকে সঙ্গ দিয়েছেন টোটা রায়চৌধুরী!
সিরিজের প্রযোজক নীরজ পান্ডে, যাঁর ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি জানালেন— "স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন—এই তিনটে স্তম্ভে দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।” জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— “স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। তাই এর দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স।”
কে কে মেনন বলেন, “হিম্মত সিং আমার কাছে শুধু একটা চরিত্র নয়, একটা যাত্রা। এই সিজনে ওর শক্তির পাশাপাশি দুর্বলতাও উঠে আসবে। খুব পাওয়ারফুল চিত্রনাট্য।”
ফ্যানদের জন্য চমক হিসেবে ছিলেন বলিউডের টোটা রায়চৌধুরি! ‘রকি ঔর রানি’ দিয়ে দর্শকের মন জয় করার পর এবার তিনি স্পেশ্যাল অপস ২-এ একদম নতুন ভূমিকায়। নিজের ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে টোটা লিখেছিলেন—“ আ ওয়েডনেসডে দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস ২-এ কাস্ট করতে চান, চমকে গিয়েছিলাম। ধন্যবাদ নীরজ স্যার!” এই সিরিজে কেকে মেনন-টোটার সঙ্গে থাকছেন ফারুক আলি চরিত্রে করণ টাক্কার। তিনিও নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন - “শৈশব থেকেই স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।”
