নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্পও। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানা গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সেই সঙ্গে আসছে সাপ্তাহিক টেলি সিরিজও। যা এক সময় জায়গা করে নিয়েছিল দর্শক মনে। 

 


শুরু হচ্ছে 'হইচই'-এর বিশেষ বিভাগ 'হইচই টিভি প্লাস'। প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। স্বামীর উত্তরাধিকার নিয়ে এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'শাখা প্রশাখা'। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। 

 

 

সিরিজে এক বিধবা নারীর চরিত্রে দেখা যাবে,অভিনেত্রীকে। সমাজের চিরাচরিত রীতি ভাঙার গল্প আগেও বলেছেন ঋতাভরী। তাঁর‌ কাজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমাজ বদলানোর বার্তা। এই সিরিজেও কি তেমন কিছু তুলে আনবেন অভিনেত্রী? 

 


সূত্রের খবর, গল্পে ঋতাভরীর এক কাছের বন্ধুর চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। সিরিজের গল্পে সমাজের বাঁকা নজরে পড়ে তাঁদের বন্ধুত্ব। কিন্তু হাল ছাড়েন না সৌম্য। ঋতাভরীকে সাহস জোগান, লড়াই করার। 

 


প্রসঙ্গত, গল্পের অন্যান্য চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, শুভ্রজিৎ দত্ত, দেবলীনা দত্ত, আর্য দাশগুপ্তকে। এছাড়াও থাকবেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। এই মুহূর্তে ঋতাভরীর পায়ে চোট লাগার কারণে তিনি শুটিং-এ যেতে পারছেন না বলে খবর। নায়িকা সুস্থ হলেই শুরু করে এই টেলি সিরিজের শুটিং।