সংবাদসংস্থা মুম্বই: প্রিন্স ধীমানের পরিচালনায় বলি অভিনেতা সুনীল শেঠি ও সূরজ পাঞ্চোলিকে একসঙ্গে দেখা যাবে আগামী ছবি 'কেশরী বীর: লেজেন্ড অব সোমনাথ'-এ। ছবিতে নেতিবাচক চরিত্রে চমক দিতে থাকছেন অভিনেতা বিবেক ওবেরয়। ঐতিহাসিক গল্পের উপর নির্ভর করে তৈরি এই ছবিতে থাকছে আরও চমক।
কিছুদিন আগেই টিনসেল টাউনে শুটিং হয়ে হয়েছে। আর সেখানেই ঘটে বড়সড় বিপদ। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত সূরজ পাঞ্চোল। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দৃশ্যে আতশবাজির বিস্ফোরণের উপর দিয়ে লাফানোর কথা ছিল সূরজের। কিন্তু সময়ের আগেই বিস্ফোরণ হয়, যার ফলে পুড়ে যায় অভিনেতার পা।
শুটিং ফ্লোরে থাকা চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করেন অভিনেতাকে। কিন্তু হাসপাতালে যেতে নারাজ তিনি। তাই আহত হয়েও শুটিং চালিয়ে গিয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, কিছুদিন আগে শুটিং ফ্লোরে ছাদ ভেঙে গুরুতর জখম হন অভিনেতা অর্জুন কাপুর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী ছবি 'মেরে হ্যাজব্যান্ড কী বিবি'র শুটিং করছিলেন অর্জুন কাপুর। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়েছিল। যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আহত হয়েছিলেন।
