সংবাদ সংস্থা মুম্বই: ‘হাম আপকে হ্যায় কৌন’ আর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’—এই দুই ছবিই আজও বলিউডের ঘরের ছবি। একটা সময় গোটা দেশের দর্শকরা পর্দায় নতুন রূপে ‘ভালবাসা’ খুঁজে পেয়েছিলেন এই ছবিগুলোর মধ্যে দিয়ে। দুই ছবিতেই মুখ্যচরিত্রে ছিলেন সলমন খান। সলমন-ম্যাজিকে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত। কিন্তু সেই ম্যাজিক ফিরবে না এসব ছবির সিক্যুয়েলে—এমনই জানালেন পরিচালক সূরয বরজাতিয়া নিজে। তিনি সাফ জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া ২’ যদি হয়ও, সেখানে আর থাকছেন না সলমন খান!
এক সাক্ষাৎকারে সূরয বরজাতিয়া স্পষ্ট বলেন, “আমি সলমন আর মাধুরীর সঙ্গে অবশ্যই আবার কাজ করতে চাই। তবে সেটা হবে একেবারে নতুন কোনও গল্প, নতুন ছবিতে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সিক্যুয়েল হলেও, সেটা হবে একেবারে ফ্রেশ কাস্ট নিয়ে।”
তবে তাঁদের মধ্যে বন্ধুত্বটা একটুও বদলায়নি। “আজও সমান আর আমার বন্ধুত্ব একইরকম। ও তারকাদের মতো ‘স্টার ভাব’ দেখায় না। শুটিং ফ্লোরে অন্যদের সঙ্গে বসে গল্প করতেই বেশি পছন্দ করে। তবে আমি সবসময় বিশ্বাস করি—তারকা নয়, গল্পই শেষ কথা,” বললেন সূরয।
ভালবাসার গল্প নিয়ে বরজাতিয়ার বিশ্বাস আজও অটুট। “এখনকার দুনিয়ায় ডেটিং অ্যাপ, ঝটপট সম্পর্কের যুগেও আমি বিশ্বাস করি—মনের গভীরে সবাইই এখনো খাঁটি ভালবাসার স্বপ্ন দেখে। তাই এখন দরকার আরও বেশি করে ‘প্রিন্স চার্মিং’ টাইপ চরিত্র ফিরিয়ে আনা। আমরা আবার গল্পে ফিরে যাই, যেখান থেকে আমরা এসেছি,” যোগ করলেন বরজাতিয়া।
‘ম্যায়নে পেয়ার কিয়া’র মতো ছবির সিক্যুয়েল হলে দর্শকদের প্রত্যাশা থাকে আগের জাদু ফিরে আসবে। কিন্তু বরজাতিয়ার ভাবনায় নতুন গল্পই সবচেয়ে জরুরি। সলমন-মাধুরীর মতো তারকারা থাকলেও, যদি চরিত্র উপযুক্ত না হয়—তিনি তেমন প্রজেক্টে হাত দেবেন না।
