সংবাদ সংস্থা মুম্বই: বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে অনুষ্ঠান চলাকালীন মেজাজ হারালেন সোনু নিগম। এক তরুণ দর্শক তাঁকে কন্নড় গান গাওয়ার জন্য ‘রূঢ়ভাবে হুমকি’ দেন বলে অভিযোগ করেন গায়ক। ভাইরাল হওয়া এক ইনস্টাগ্রাম ভিডিওতে সোনু স্পষ্ট জানান— তিনি কন্নড় ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা রাখেন, কিন্তু এমন ব্যবহার কিছুতেই মেনে নেওয়া যায় না।
“আমি জীবনের সবচেয়ে সেরা গান গেয়েছি কন্নড় ভাষাতেই,” বলেন সোনু। “আমি যখনই কর্ণাটকে আসি, আপনাদের জন্য ভালবাসা ও সম্মান নিয়ে আসি। আমি প্রতিদিন পারফর্ম করি, কিন্তু কর্ণাটকে যখন পারফর্ম করি, সেটা মনে হয় যেন নিজের ঘরের লোকেদের সামনে করছি।”
তিনি আরও বলেন, “যে ছেলেটি এতটা অভদ্রভাবে কন্নড় গান গাইতে বলছিল, আমি তো ওর জন্মের অনেক আগেই কন্নড় গান গাইছি। এরকম মনোভাবই পহেলগাঁওয়ের ঘটনার পেছনেও দায়ী... বুঝে নেওয়া প্রয়োজন কার সামনে কী কথা বলছ।”
সোনু ব্যাখ্যা করেন, সারা বিশ্বের মঞ্চে যদি একজন কন্নড়ভাষী দর্শক থাকেন, তাহলেও তিনি কন্নড় গান গেয়ে থাকেন— “১৪ হাজার দর্শকের মাঝে যদি একজন বলেন ‘কন্নড়’, আমি শুধুমাত্র তার জন্য কন্নড় ভাষায় গান গাই। এতটা ভালবাসি আপনাদের।”
এটা প্রথমবার নয় যে মঞ্চে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন সোনু। আগেও বহুবার দায়িত্বশীল ভঙ্গিতে পরিস্থিতি সামলেছেন তিনি— মঞ্চে আচমকা হামলার পরেও থেমে না গিয়ে গান চালিয়ে গিয়েছিলেন, সেই দৃশ্য আজও ভাইরাল।
বাংলা, হিন্দি, কন্নড়— ভাষা নয়, সুরই সোনুর কাছে প্রাধান্য। কিন্তু দর্শকের থেকে তিনি আশা করেন সেই ন্যূনতম সম্মান, যেটা একজন শিল্পীর প্রাপ্য।
