সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি’-তে তিনি ছিলেন প্রাণভোমরা। তার চরিত্র বাবুরাও গণপতরাও আপটে মানেই দর্শকদের  হেসে গড়িয়ে পড়া! সেই পরেশ রাওয়াল-কে বাদ দিয়েই তৈরি হচ্ছে ‘হেরা ফেরি ৩’, আর সেই খবর শুনেই বিস্মিত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোজাসুজি জানিয়ে দিলেন— “পরেশ রাওয়াল ছাড়া ‘হেরা ফেরি ৩’ ভাবাই যায় না!” এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “ওঁর উপস্থিতি ছাড়া ‘হেরা ফেরি’র আসল ফ্লেভারটা আসেই না। উনি ছিলেন ওই গোটা সিরিজের মেরুদণ্ড। দর্শকদের মনে আজও ওঁর সংলাপ, শরীরী ভাষা, কৌতুকের ধরন গেঁথে আছে।”

 

‘নিকিতা রায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সোনাক্ষী ও পরেশ রাওয়াল— অভিজ্ঞতা কেমন ছিল? সোনাক্ষী বলছেন, “ ওঁর সঙ্গে কাজ করাটা একটা বিশাল সম্মানের ব্যাপার। উনি যে স্তরের অভিনেতা, তা শুধু তাঁর অভিজ্ঞতায় নয়, তাঁর প্রতিটি দৃশ্যেই বোঝা যায়। আমার জন্য এটা ছিল দারুণ একটা অভিজ্ঞতা।”

 

সোনাক্ষীর দাদা তথা ‘নিকিতা রায়’-র পরিচালক কুশ সিনহা-ও প্রশংসা করেছেন পরেশ রাওয়ালের। এক সাক্ষাৎকারে তিনি বলেন— “মাত্র দুটো মিটিংয়ের পরই উনি সম্মতি দেন, এটা আমার জন্য এক বিশাল আত্মবিশ্বাসের জোগান ছিল।” আরও যোগ করেন— “পরেশজি একজন এমন অভিনেতা, যাঁকে পেতে চায় ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ পরিচালক!”

 

তাহলে ‘হেরা ফেরি ৩’ ছেড়ে পরেশ রাওয়াল চলে গেলেন কেন? প্রথমে শোনা গিয়েছিল, সৃজনশীল মতানৈক্য ও আর্থিক জটিলতার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। কিন্তু মে মাসে টুইটারে (এক্স) নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি। লেখেন— “আমি স্পষ্ট করে বলতে চাই, ‘হেরা ফেরি ৩’ ছাড়ার পেছনে কোনও ক্রিয়েটিভ ডিফারেন্স ছিল না। পরিচালক প্রিয়দর্শন স্যারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।”

 

এই অবস্থায় প্রশ্ন উঠছে— সোনাক্ষীর মতো আরও অনেক দর্শকের মনের কথাই কি বললেন তিনি? পরেশ রাওয়াল ছাড়া কি আদৌ হাসাবে ‘হেরা ফেরি’? ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নিকিতা রায়’, যেখানে সোনাক্ষীর পাশাপাশি রয়েছেন অর্জুন রামপাল ও পরেশ নিজেও।

 

কিন্তু দর্শকের মনে এখন একটাই প্রশ্ন— ‘হেরা ফেরি ৩’-এ যদি না থাকে ‘বাবুরাও’, তবে এ ছবি দাঁড়াবে কীভাবে?