'রান্নাবাটি'র পর নতুন পদ, থুড়ি কাজ নিয়ে আসছেন প্রতীম ডি গুপ্ত। মুক্তি পেতে চলেছে পরিচালকের প্রথম সিরিজ, 'কার্মা কোর্মা'। এদিন সেই সিরিজের নতুন ঝলক প্রকাশ্যে এল। 

হইচই -এর তরফে 'কার্মা কোর্মা'র যে নতুন টিজার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিতে দাঁড়িয়ে একা একা ভিজছেন সোহিনী সরকার। রাগে গজগজ করে বলছেন যে ঘরে বাইরে সর্বত্র সমস্যা। সেই সময়ই ছাতা হাতে একটা উপহার নিয়ে আসেন ঋতাভরী চক্রবর্তী। জানান সোহিনীর সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে দিয়েছেন তিনি। এবং নিজের কাজটা নাকি সুনিপুণ ভাবেই করেছেন। কিন্তু কীসের বিনিময়ে নিজের স্বাধীনতার টিকিট পেলেন সোহিনী! তাঁকে কীই বা উপহার দিলেন ঋতাভরী? একটা রক্তমাখা বাক্স। আর সেটা খুলেই চমকে ওঠেন নায়িকা। 

আর তাঁদের সমস্ত কথপোকথন এবং কাজকর্মের উপর দূর থেকে দূরবীন দিয়ে নজর রাখেন পুলিশ অফিসার 'ভূপেন ভাদুড়ি'। ওরফে ঋত্বিক চক্রবর্তী। তাঁকে বলতে শোনা যায়, গোটা বিষয়ের গভীরে যেতে হবে। 

প্রসঙ্গত, এর আগে প্রকাশ্যে আসা এই সিরিজের আরেকটি ঝলকে দেখা গিয়েছিল একজনের কাটা মুন্ডু পরিবেশন করা হয়েছে খাবারের টেবিলে। ফলে সবটা দেখে এটুকু বেশ স্পষ্ট, 'কার্মা কোর্মা'য় ভরপুর থ্রিল, এবং চমক থাকছে। লোভনীয় পদের বদলে, আঁতকে ওঠার মতোই রেসিপি দেখা যাবে সিরিজে। 

জানা গিয়েছে 'কার্মা কোর্মা' আদ্যোপান্ত একটি মার্ডার মিস্ট্রি হতে চলেছে। দেখা যাবে হইচই প্ল্যাটফর্মে। তবে এই সিরিজটি কবে থেকে দেখা যাবে সেটা এখনও জানানো হয়নি। এদিন এক ঝলক প্রকাশ্যে এনে ওটিটি প্ল্যাটফর্মের তরফে লেখা হয়, 'প্রতিশোধের মশলা, আর কর্মের আগুন দিয়ে বানানো আমাদের নতুন পদ, কার্মা কোর্মা! তৈরি থাকো, তৃপ্তি করে খেতে হবে কিন্তু।' ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'কার্মা কোর্মা' সিরিজের পোস্টারও। সেখানে সোহিনী সরকারকে তাঁর ব্যাগ আঁকড়ে ভয়ে ভয়ে ঋতাভরীর দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে ঋতাভরী শাড়ির উপর জ্যাকেট পরে, ছাতা হাতে দাঁড়িয়ে আছেন। এই পোস্টার পোস্ট করে লেখা হয়েছে, 'রান্নায় এবার শুধু স্বাদ নয়, কর্মফলও। আসছে 'কার্মা কোর্মা'।' 

বর্তমানে সদ্যই মুক্তি পেয়েছে প্রতীম ডি গুপ্ত পরিচালিত ছবি 'রান্নাবাটি'। সেখানেও মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর সঙ্গে রয়েছেন সোহিনী সরকারও। আছেন শোলাঙ্কি রায়, ইদা দাশগুপ্ত, প্রমুখ। দর্শকদের থেকে ভালই প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি।