সম্প্রতি সমাজমাধ্যমে জোর জল্পনা চলছে যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল আগামী ৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন। কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তাঁদের বহুল প্রচারিত নভেম্বর মাসের বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। এরপরই এই নতুন তারিখের খবর অনলাইন জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

 


তবে নতুন করে ছড়িয়ে পড়া এই জল্পনার সত্যতা যাচাই করতে গিয়ে অন্য তথ্য সামনে এসেছে। স্মৃতি মান্ধানার দাদা শ্রবণ মান্ধানা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই নতুন তারিখের গুজবের কোনও ভিত্তি নেই। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই গুজব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপাতত বিয়ে এখনও স্থগিত রয়েছে।" এই মন্তব্য নতুন করে তৈরি হওয়া সমস্ত জল্পনাকে বাতিল করে দিয়েছে।

 


কেন স্থগিত হয়েছিল বিয়ে? আসলে, ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে স্মৃতি ও পলাশের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের সকালেই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উভয় পরিবারই জরুরি অবস্থার কথা মাথায় রেখে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। এর কিছুক্ষণ পরেই পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক। 

 


একদিকে যেমন পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে, অন্যদিকে তেমনই স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সঙ্গে সম্পর্কিত প্রায় সমস্ত ছবি ও ভিডিও মুছে দেন, যা সম্পর্ক ভেঙে যাওয়ার গুজবকে আরও উসকে দেয়। যদিও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে, এই সংবেদনশীল সময়ে যেন তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা জল্পনা না করেন। এই সব জল্পনা ও নেতিবাচকতার মধ্যে, সম্প্রতি স্মৃতি এবং পলাশ দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম বায়োতে একটি করে 'ইভিল আই' (নজর) ইমোজি যোগ করেছেন, যা সম্ভবত তাঁদের সম্পর্কের প্রতি সমস্ত নেতিবাচক জল্পনার একটি নীরব জবাব।

 

যদিও পরিবার এখনও কোনও নতুন তারিখ ঘোষণা করেনি এবং দু'জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবুও তাঁদের সম্পর্ক এবং বিয়ের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। আপাতত, সকলের নজর স্মৃতির বাবার আরোগ্য এবং পরিবারের পক্ষ থেকে নতুন কোনও ঘোষণার দিকে।