সংবাদ সংস্থা মুম্বই: ‘সিংহম এগেইন’ বক্স-অফিসে জনপ্রিয় হওয়ার পর পায়ের তলায় একপ্রকার মাটি খুঁজে পেয়েছেন অর্জুন কাপুর। তাঁর প্রায় থেমে যাওয়া ফিল্মি কেরিয়ারে অক্সিজেন জুগিয়েছে এই ছবি। তিনি যে এই ছবির নির্মাতাদের কাছে কৃতজ্ঞ সেকথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অর্জুন। এই ছবির সাফল্য তাঁকে কতটা স্বস্তি জুগিয়েছে তা সম্প্রতি ফের একবার প্রমাণ করলেন এই বলি-অভিনেতা। 


সদ্য নিজের পিঠে দেবনগরী ভাষায় দু'টি শব্দের ট্যাটু করালেন অর্জুন। ‘রব রাখা’ অর্থাৎ ‘ঈশ্বর তোমার সহায় হোক’। ট্যাটু করাকালীন মুহূর্তের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ‘সিংহম এগেইন’ ছবির এই অভিনেতা।  সঙ্গে জানালেন, ওই ছবি মুক্তির আবহেই এই কাজটি সেরে ফেলেছিলেন তিনি। এবং জানালেন, নিজের জীবনের এই নতুন করে শুরু হওয়ার মুহূর্তে কেন তিনি দু'টি শব্দের ট্যাটুটি করলেন। আসলে, অর্জুনের মা-এই শব্দবন্ধটি অহরহ ব্যবহার করতেন। বলি-অভিনেতার মা ১২ বছর আগে প্রয়াত হয়েছেন। তাই কেরিয়ারের নতুন মোড়ে মা'কে স্মরণ করলেন অর্জুন, এইভাবে। ‘ডেঞ্জার লঙ্কা’র কথায়, “আমার মনে হয়, মা আজও আমাকে কোথাও থেকে দেখছে, আমাকে পথ দেখাচ্ছে।”


গত বছর তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমে আবেগতাড়িত হয়ে অর্জুন লেখেন, “আমি তোমাকে ছাড়া একজন হারিয়ে যাওয়া শিশু, আমি এখনও তোমাক খুঁজি সর্বত্র। এই ছবিটার মতোই তোমাকে ছাড়া আমি অচল, হয়ত খুব শীঘ্রই আমাদের কোনওদিন দেখা হবে।” ২০১২ সালের ২৫ মার্চ মৃত্যু হয় বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের। ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মার যান তিনি।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Arjun Kapoor (@arjunkapoor)