সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের দারুণ জনপ্রিয় সুরকার জুটি ছিল বিশাল-শেখর। বহু জনপ্রিয় সঙ্গীতের সুর দিয়েছেন তাঁরা। গেয়েছেন একাধিন জনপ্রিয় গানও। টেলিভিশন চ্যানেলে একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ খুলেছেন গায়ক-সঙ্গীত পরিচালক শেখর রাভজিয়ানি। জনপ্রিয় এই সুরকার-গায়ক ফাঁস করলেন দু'বছর আগে কণ্ঠস্বরই হারিয়ে ফেলেছিলেন তিনি। 

 

বছর দুয়েক ধরে বেপাত্তা ছিলেন শেখর। মুক্তি পায়নি তাঁর গাওয়া কোনও গান। স্বভাবতই অনুরাগীদের মনে ইতিউতি উঁকি মারছিল প্রশ্ন। এবার মুখ খুললেন তিনি। জানিয়েছেন, তাঁর বাঁ দিকের স্বরতন্ত্রী ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আরও ভাল করে বললে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। শিল্পীর রোগটি নির্ণয় করেন বিশেষজ্ঞ ডঃ নূপুর নেরুকার। যার ফলে গান একেবারেই বন্ধ হয়ে যায়। সব আশা হারিয়ে ফেলেছিলেন তিনি। ভেঙে পড়তেন কান্নায়। তবে চিকিৎসা করানোর পাশাপাশি স্বর ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে অনেকটা ভাল আছেন তিনি। 

 


সমাজমাধ্যমে শেখর লেখেন, “এই পোস্টে এমন কিছু রয়েছে যা আমি আগে কখনও বলিনি ... আজ ভাগ করে নেওয়ার ইচ্ছে হল।”
“লেফট ভোকাল কর্ড পেরেসিস- এই রোগে আক্রান্ত হওয়ার পর পুরো ধ্বংস হয়ে গিয়েছিলাম। হতাশায় ডুবে গিয়েছিলাম ... ভেবেছিলাম আর কখও গান গাইতে পারব না।” এরপর সুরকার-গায়ক আরও জানান, চিকিৎসক এরিনের চিকিৎসায় ধীরে ধীরে গলার স্বর ফিরে পান তিনি। অনুরাগীদের উদ্দেশ্যে হাল না ছাড়ারও আর্জি জানিয়েছেন শিল্পী।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SHEYKHAR (@shekharravjiani)