সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
প্রেমে সিলমোহর শ্রদ্ধার
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "আমি আমার সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেটা সিনেমা দেখা হোক, বা খেতে যাওয়া যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই আমার পছন্দের। আমি এমন একজন যে একসঙ্গে এইসব কাজ করতেও ভালবাসি। আবার কিচ্ছু না করে কেবল চুপচাপ পাশে বসে সময় কাটাতেও পছন্দ করি।" তাঁর এই মন্তব্যের পরেই তিনি যে সত্যিই প্রেম করছেন তা স্পষ্ট নেটিজেনদের কাছে।
করিশ্মার বলিউড ক্রাশ
সম্প্রতি, বলিউডের এক জনপ্রিয় টক শোয়ের অতিথি হয়ে এসেছিলেন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। সেখানে দুই বোন একে অপরের গোপন কথা ফাঁস করেছেন। করিনাকে প্রশ্ন করা হয়, গোপনে করিশ্মার কোন বলিউড নায়কের উপর ক্রাশ রয়েছে? জবাবে করিনা সলমন খানের নাম বলেন। বোনের উত্তর জেনে করিশ্মাও সায় দেন।
ফের বর বেশে রণবীর!
ফের বর বেশে রণবীর! ইতিমধ্যেই অভিনেতার বরের সাজে ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে দিল্লির একটি ফ্যাশন শোয়ে শোজ টপার হিসাবে ধরা দেন রণবীর কাপুর। বর বেশে শোয়ের মঞ্চ মাতালেন অভিনেতা। রণবীরকে ফের বরের বেশে দেখে যেন চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।
