সংবাদসংস্থা মুম্বই: বিতর্ক যেন পিছু ছাড়ে না শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার। তাঁদের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। কখনও তদন্তকারী সংস্থার তলব। কখনও আবার, মুম্বইয়ে শিল্পা শেঠির রেস্তরাঁর বাইরে ঘটে যাওয়া ঘটনা।
আশি লক্ষ টাকা মূল্যের একটি দামি গাড়ি চুরি গিয়েছে তাঁর রেস্তরাঁর সামনে থেকে। যে গাড়িটি একজন মুম্বইয়ের ব্যবসায়ী রুহান খানের। গাড়ির মালিক শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রুহান তাঁর বন্ধুদের সঙ্গে শিল্পাদের রেস্তরাঁয় যান। যেখানে তিনি তাঁর গাড়িটি ভ্যালেট পার্কিংয়ের জন্য রাখতে দিয়েছিলেন। সেখানকার কর্মীরা বেসমেন্টে গাড়িটি পার্ক করেন। গাড়িটি পার্ক করার সঙ্গে সঙ্গেই, প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে করে দু'জন লোক পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছন। ভোর ৪টেয় রেস্তরাঁ বন্ধ হওয়ার পর রুহান যখন বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তাঁরা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তিনি বুঝতে পারেন গাড়িটি সেখান থেকে চুরি গিয়েছে। এই ঘটনার প্রতিটি মুহুর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এরপরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। রুহান খানের আইনজীবী আলি কাশিফ জানান, তিনি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন। একইসঙ্গে নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান। এমনকী এই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে তিনি আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন তিনি। তাই ফের বিপাকে জড়িয়েছেন শিল্পা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গ কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
