২০২৫ সালের শেষ দিকে মুক্তি পাওয়া 'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। একই সঙ্গে নজর কেড়েছিল এই ছবির 'FA9LA' গান এবং তাতে অক্ষয় খান্নার আইকনিক নাচ। এবার ছবির কারণে উক্ত গানটির গায়ক বাহারেনি র‍্যাপার ফ্লিপারাচি গিনিস রেকর্ড গড়লেন। 

র‍্যাপার ফ্লিপারাচির গান 'FA9LA' ২০২৪ সালে মুক্তি পেয়েছিল। যা পরবর্তীতে ২০২৫ সালে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ছবিতে ব্যবহার করা হয়েছিল। আর এই ছবিতে গানটি ব্যবহার হওয়ার পর সেটা দারুণ জনপ্রিয় হয়। জনমানসে রীতিমত সাড়া ফেলে। ভাইরাল গানে বহু মানুষ রিল বানান। রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্না অভিনীত ছবির এই গানের কারণেই ভারতেও জনপ্রিয়তা গড়ে ওঠে, পরিচিতি পান বাহারেনের এই র‍্যাপার। 

গালফ দেশ অর্থাৎ আরব আমিরাত, কাতার, ইত্যাদির মতো দেশে মুক্তি পায়নি 'ধুরন্ধর'। কিন্তু হলে কি হবে, সেখানেও রেকর্ড গড়ে দেখাল এই গান। 'FA9LA' গানটি বিলবোর্ড চার্টের শীর্ষে রয়েছে। আরব বিলবোর্ড এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস আরবের টিমের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ফ্লিপারাচির এই 'FA9LA' গানটি আরব বিলবোর্ডের চারটি ভিন্ন চার্টে ১ জানুয়ারির নিরিখে শীর্ষে রয়েছে। এই ভিডিও পোস্ট করে ফ্লিপারাচিকে চমক দিয়েছে আরব বিলবোর্ড টিম এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস আরব টিম। স্বাভাবিকভাবেই এই মাইলস্টোন ছোঁয়ার পর যারপরনাই খুশি। তাঁর মতে এটি একটি 'নিউক্লিয়ার বিস্ফোরণ'। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পায় 'ধুরন্ধর'। বক্স অফিসে ১২০০ কোটি টাকার উপর ব্যবসা করে এই ছবি। 'ধুরন্ধর ২' ছবিটি আগামী মার্চ মুক্তি পেতে চলেছে। এখানে এমন এক ভারতীয় গুপ্তচর হামজার কথা দেখানো হয়েছে যিনি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে দিনের পর দিন, বছরের পর বছর থেকে সেখানকার খবর এদেশে পাঠিয়েছেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত প্রমুখ। 'ধুরন্ধর' ছবিটি সদ্য ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে। ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। 

অন্যদিকে ফ্লিপারাচির কথা বললে তিনি 'FA9LA' গানটির হাত ধরেই ভারতে পরিচিতি পেয়েছেন। আগামী ১৪ মার্চ থেকে তাঁর ভারত সফর শুরু হচ্ছে। প্রথমে বেঙ্গালুরুতে পারফর্ম করবেন। 'FA9LA' গানটির আসল উচ্চারণ ফাসলা। এটি প্রাথমিক ভাবে ২০২৪ সালের মে মাসে মুক্তি পেয়েছিল। তারপর 'ধুরন্ধর' ছবিতে ব্যবহার করেন পরিচালক আদিত্য ধর।