সংবাদসংস্থা, মুম্বই: সকাল থেকেই ইনস্টাগ্রামে প্রেমের সুর - "তেরে বিনা জিয়া যায়ে না। " ১৪ বছরের দাম্পত্য উদযাপনে এভাবেই মেতে উঠলেন রাজ কুন্দ্রা ও শিল্প শেঠি। চলতি সময়ের কিছু ছবি দিয়ে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। লতা মঙ্গেশকরের গানের সুরে রাজকে তিনি বলেছেন মনের কথা। ক্যাপশনে লিখেছেন, "তোমাকে ভালবাসি কুকি। তুমিই আমার হ্যাপি প্লেস।" সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, টুগেদারনেস।
অন্যদিকে ইনস্টাগ্রামে গত ১৪ বছরের টুকরো ছবি পোস্ট করে রাজ লিখেছেন তাঁর মনের কথা। ১৪ বছরের এই দীর্ঘ সময়কে তিনি উল্লেখ করেছেন, ১৬৮ মাস, ৭৩০ সপ্তাহ, ৫১১৩ দিন, এবং ১২২৭১২ ঘন্টা হিসেবে। এবং ক্যাপশনে তিনি লিখেছেন, "মাত্র ১৪ বছরের সদ্য বিবাহিত।"
২০২১ সালে একটা খারাপ সময় ছিল কুন্দ্রা পরিবারে। ব্যবসায়ী রাজকে মুম্বইয়ের আর্থার রোড জেলে ২ মাস কাটাতে হয়েছিল পর্নোগ্রাফি মামলায়। কিন্তু সেই সময় রাজের পাশে পাথরের মতো দাঁড়িয়েছিলেন শিল্পা। সম্প্রতি অভিনয়েও অভিষেক হয়েছে রাজের। ছবির নাম "ইউটি ৬৯। " ছবির গল্প রাজের জেলের সময়কার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত।