সঙ্গীত পরিচালক এবং গায়ক শেখর রাভজিয়ানি সম্প্রতি তাঁর চোখজনিত সমস্যার কথা প্রকাশ্যে জানালেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, কীভাবে দীর্ঘদিন ধরে ছানির সমস্যায় ভুগে অবশেষে অস্ত্রোপচারের সাহস পেয়েছেন এবং এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

শেখর লিখেছেন, ‘খুব অল্প কয়েকজনই জানতেন— ছোটবেলায় আমার চোখে খুব বেশি পাওয়ারের চশমা ছিল। চশমা খুলে রাখলেই পৃথিবীটা ঝাপসা হয়ে যেত। পরে ভারতে যখন লাসিক (LASIK) সার্জারির যুগ এল, আমি সেই অস্ত্রোপচার করালাম। আর হঠাৎই যেন পৃথিবীটা হাই ডেফিনিশনে দেখতে পেলাম! এমনকি চশমা না পরেও অভ্যাসবশত নাকে সেটি ঠেলার ভান করতাম!’

তবে চার বছর আগে তাঁর দৃষ্টিশক্তি আবার দ্রুত কমতে শুরু করে। শেখর জানান, ‘অপ্রত্যাশিতভাবে চোখের পাওয়ার কমতে শুরু করল— ধীরে ধীরে সেই সমস্যা বেড়ে গেল। গত কয়েক বছর বেশ কঠিন ছিল। লেন্সে স্বস্তি পেতাম না, চশমা ভারী লাগত, আর দৃষ্টি সবসময় যেন ঝাপসা।’

তিনি আরও লেখেন, ‘মঞ্চে বা রেকর্ডিং স্টুডিওতে— সর্বত্রই লড়াই করতে হত। কখনও উত্তেজিত হয়ে ‘হাই’ বলতাম এমন কাউকে যাকে চিনতাম না, আবার কখনও পরিচিত মানুষকেও চিনতে না পেরে দায়সারা অভিবাদন জানাতাম। (সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি!) পরে একাধিক চিকিৎসকের পরামর্শে জানতে পারি, আমার ছানি হয়েছে।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SHEYKHAR (@shekharravjiani)