সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বাবা বলিউড তারকা, তাও দুই সন্তানকে স্পটলাইট থেকে কীভাবে আড়াল করে রাখেন শাহিদ?
শাহিদ কাপুর অভিনীত ও রোমিও ছবিটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সেই ছবির প্রচারে অভিনেতা জানালেন তিনি তাঁর দুই সন্তান মিশা এবং জৈনকে কেন আর কীভাবে লাইমলাইটের থেকে দূরে রাখেন। শাহিদের মতে, ওরা যতক্ষণ না ওদের বাবার স্টারডমের বিষয়ে জানতে পারছে ততক্ষণ এই স্পটলাইটের থেকে দূরে রাখবেন। শুধু তাই নয়, অতি সাধারণ ভাবে মানুষ করেন তাদের। অভিনেতা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি ওদের সাধারণ ভাবেই বড় করছি যতটা সম্ভব। কিন্তু একটা সময় ওরা সবটাই জানবে, বুঝবে। তখন তো আড়াল করার কিছু থাকবে না। কিন্তু আমরা নিজেরা স্টারডম, স্পটলাইটের সঙ্গে আলাপ করাতে চাই না।'
বোনের বিয়ে হতেই নূপুরের জন্য আবেগঘন বার্তা কৃতির, কী লিখলেন?
সদ্যই মিটেছে কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের পর্ব। মিটেছে রিসেপশন সহ সমস্ত অনুষ্ঠান। তারপরই নূপুর এবং স্টেবিন বেনের বিয়ের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন কৃতি। সঙ্গে লিখলেন একটি আবেগঘন বার্তা। অভিনেত্রী তাঁর সেই পোস্টে লেখেন, 'ভাষায় ব্যক্তি করতে পারব না আমার ঠিক কী মনে হচ্ছে। বিষয়টার সঙ্গে এখনও ধাতস্থ হইনি। আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে গেল।' তিনি এদিন আরও লেখেন, 'আমার যখন ৫ বছর বয়স তখন তোকে প্রথমবার কোলে নিয়েছিলাম, সেই থেকে এখন তোর বিয়ের চাদর ধরলাম, সবথেকে সুন্দর বধূ রূপে সেজে উঠতে দেখলাম। তোকে খুশি দেখে আমার মন ভরে যাচ্ছে। ভালবাসায় নতুন শুরু হোক জীবনের এই সবথেকে সুন্দর অধ্যায়ের।' তিনি এদিন স্টেবিনকেও তাঁদের পরিবারে স্বাগত জানান।
বিবাহ ছবির পর এতটুকু বদলাননি অমৃতা! অভিনেত্রীকে দেখে কী প্রতিক্রিয়া নেটপাড়ার?
সম্প্রতি শ্রদ্ধা কাপুরের গয়নার ব্যান্ড পালমোনার হয়ে অভিনেত্রীর সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন অমৃতা রাও। তাঁকে এতদিন পর পর্দায় দেখে অভিভূত হয়ে গিয়েছেন দর্শক। তাঁদের মতে বিবাহ ছবির পর আর নাকি তাঁর বয়স বাড়েনি। একই রকম থেকে গিয়েছে। কেউ কেউ আবার এও দাবি করেছেন যে শ্রদ্ধা কাপুরের থেকেও নাকি কম বয়স লাগছে অমৃতাকে।
