সংবাদ সংস্থা মুম্বই: দেশ যখন এখনও কাঁপছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ভয়াল অভিঘাতে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় তাঁর দুঃখ ও রাগ উজাড় করে দিলেন শাহরুখ খান । এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক।
এক আবেগঘন টুইটে (X-এ), শাহরুখ লেখেন - “এই বিশ্বাসঘাতকতা ও অমানবিক হিংসার ঘটনার সামনে শব্দও যেন ব্যর্থ। এমন সময়ে একমাত্র ঈশ্বরের কাছেই প্রার্থনা করা যায়, আর সেইসব পরিবারকে সান্ত্বনা জানানো যায়, যাঁরা তাঁদের আপনজনকে হারিয়েছেন। আমার পক্ষ থেকে গভীর সমবেদনা। আমাদের জাতি যেন ঐক্যবদ্ধ থেকে শক্তভাবে দাঁড়ায় এবং এই জঘন্য ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করে।”
Words fail to express the sadness and anger at the treachery and inhumane act of violence that has occurred in Pahalgam. In times like these, one can only turn to God and say a prayer for the families that suffered and express my deepest condolences. May we as a Nation, stand…
— Shah Rukh Khan (@iamsrk)Tweet by @iamsrk
এই নৃশংস জঙ্গি হামলা ঘটে মঙ্গলবার দুপুরে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বিখ্যাত বৈসারন ভ্যালিতে, যে অঞ্চলকে ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলেও ডাকা হয়। পাহাড় ঘেরা এই সৌন্দর্য-ভূমিতে আচমকাই হানা দেয় জঙ্গিরা—পর্যটক-ভর্তি উপত্যকায় আচমকা বৃষ্টির মতো গুলি চালায়, যেখানে অনেকে নিজেদের পরিবারসহ এসেছিলেন ছুটি কাটাতে।
শাহরুখের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। তিনিই শুধু নন, বলিউডের একাধিক তারকাও এই জঘন্য কাজের বিরুদ্ধে গর্জে উঠেছেন। অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা তাঁদের ক্ষোভ আর দুঃখ প্রকাশ করে বিচার দাবি করেছেন।
এই ঘটনা গোটা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “নাগরিকদের উপর এমন পরিকল্পিত আক্রমণ আমরা বহুদিন দেখিনি। এর গুরুত্ব অনেক বেশি।”
