বিশপ লেফ্রয় রোডের বাড়িতে নিঃশব্দে বড় ঘটনা। চুপচাপ আইনি বিয়ে সারলেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়। ১২ বছরের বান্ধবী সৃজাতার সঙ্গে আইনি বিয়ে সারলেন সন্দীপ-ললিতা রায়ের একমাত্র সন্তান। ১ মার্চ টলি ক্লাবে রিসেপশন। রায় পরিবারের কাছের-দূরের মানুষেরা তো বটেই সন্দীপ রায়ের ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা, প্রযোজনা সংস্থা, কলাকুশলী এবং বন্ধুরা ওই দিন উপস্থিত থাকবেন। গোপন সূত্রে খবর পেয়ে আজকাল ডট ইন সরাসরি যোগাযোগ করেছিল সৌরদীপের সঙ্গে। তিনিই সবিস্তার জানিয়েছেন। খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন সন্দীপ রায়ও।

সৃজাতার সঙ্গে সৌরদীপের আলাপ কীভাবে? প্রশ্ন রাখতেই সন্দীপ-পুত্র বললেন, ‘‘আমরা একসঙ্গে ইনটার্ন করেছিলাম। রেডিওর একটি চ্যানেলের কাজে আমি গবেষণায় সহযোগিতা করেছিলাম। সৃজাতা বেশ কিছু সাক্ষাৎকার সংগ্রহ করেছি। ওখানেই আলাপ।’’ সেই আলাপ ১২ বছর ধরে যত্নে লালন করেছেন উভয়েই। দিন এগিয়েছে। সম্পর্ক রং ধরেছে। ভালবাসা গাঢ় হয়েছে। তারই মধ্যে পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্স-এর সংস্থা খুলেছেন। সৌরদীপ যুক্ত হয়েছেন তাঁর বাবার সঙ্গে। প্রথমে স্থির চিত্রগ্রাহক। এখন সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।

বাবার একের পর এক ছবিতে সহকারী হিসেবে কাজ। ফলে, ক্রমশ ব্যস্ততা বেড়েছে সৌরদীপের। ফলে, লম্বা কোর্টশিপ। অবশেষে ফুরসত মিলতেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা। সন্দীপ-ললিতাকে সেকথা জানাতেই তাঁরাও সম্মতি দেন। সত্যজিৎ-দৌহিত্রর বিয়ে। এত চুপচাপ ভাবে কেন? সৌরদীপের যুক্তি, ‘‘আমাদের শোরগোল ভাল লাগে না। ব্যক্তিগত ঘটনা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছি। আলাদা করে কোনও অনুষ্ঠান হবে না।’’ সৃজাতা বেহালার বাসিন্দা। মা-বাবার একমাত্র সন্তান। সৃজাতার বাবাও উচ্চপদস্থ কর্মী। রায়বাড়ির পুত্রবধূ আগামীতে ছবির কাজে সহযোগিতা করবেন? ঠিক যেমন ললিতা করে থাকেন? পোশাক পরিকল্পনা, শুটিংয়ে সবার খাওয়াদাওয়ার দায়িত্ব হয়ে আলপিন থেকে এলিফ্যান্ট— সব সামলান। সন্দীপ-পুত্রের মতে, এক্ষুণি তেমন কোনও সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে। এও জানিয়েছেন, ললিতার সঙ্গে পুত্রবধূর নাকি দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে।

সব ঠিক থাকলে মে মাসে সন্দীপ ‘নয়ন রহস্য’ নিয়ে আসছেন। তার কাজ চলছে জোরকদমে। সে সবের মধ্যেই রিসেপশন নিয়ে ব্যস্ততা। ললিতা সেদিনের ভূরিভোজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই সব হচ্ছে। রিসেপশন মিটলে কোথায় মধুচন্দ্রিমা সারবেন নবদম্পতি? লাজুক গলায় সৌরদীপ জানিয়েছেন, এখনও কিছু ঠিক হয়নি। হাতের কাজ আগে মেটাতে হবে। রায়বাড়িতে এসে সৃজাতার জীবন কতটা বদলে গিয়েছে? হেসে ফেলে সত্যজিৎ রায়ের নাতি জানিয়েছেন, ঠিকানা বদলেছে। তবে দুই বাড়িতেই সমান যাতায়াত সৃজাতার। আর আগে সারাক্সন্দীপকে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।