প্রেক্ষাগৃহে সফল দৌড়ের পর এবার ঘরের পর্দায় আসতে চলেছে অজয় দেবগণ ও রকুল প্রীত সিং অভিনীত রোম্যান্টিক কমেডি ‘দে দে প্যায়ার দে ২’। ১৪ নভেম্বর ২০২৫-এ সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবি দর্শক ও সমালোচক দু’পক্ষের কাছই সমাদৃত হয়েছিল। পরিবার নিয়ে বসে দেখার মতো ‘ফুল-টাইম এন্টারটেনার’ হিসেবেই ছবিটিকে প্রশংসা করা হয়।
বক্স অফিসে প্রত্যাশার থেকেও ভালো ফল করার পর এবার ছবিটির ডিজিটাল মুক্তির পালা। নেটফ্লিক্সে ৯ জানুয়ারি থেকেই স্ট্রিমিং শুরু করছে ‘দে দে প্যায়ার দে ২’। শীতের অলস বিকেলে হাসি-ঠাট্টা আর পারিবারিক মজার গল্প উপভোগ করতে এই ছবিই হতে পারে আদর্শ পছন্দ নেটফ্লিক্সের তরফে আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে এদিন অর্থাৎ ৯ জানুয়ারি থেকেই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির।
২০১৯ সালের হিট ছবি ‘দে দে প্যায়ার দে ’-এর সিক্যুয়েলে অজয় দেবগন ও রকুল প্রীত সিং ফের ফিরছেন আশিস মেহরা ও আয়েশা খুরানার ভূমিকায়। এই ছবিতে নতুন সংযোজন হিসেবে রয়েছেন আর মাধবন, যিনি আয়েশার বাবার চরিত্রে অভিনয় করেছেন, এবং গৌতমী কাপুর, যিনি তাঁর মায়ের ভূমিকায়। এছাড়াও অভিনয় করেছেন জাভেদ জাফরি, তাঁর ছেলে মিজান জাফরি, ইশিতা দত্ত, তরুণ গেহলট, সঞ্জীব শেঠ, সুহাসিনী মুলে, গ্রেসি গোস্বামী ও জ্যোতি গৌবা। বিশেষ আকর্ষণ হিসেবে ছবিতে রয়েছে জাভেদ ও মিজানের একটি জমজমাট ডান্স নম্বর। টি-সিরিজ ও লভ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষ্ণ কুমার, লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ।
‘দে দে প্যায়ার দে ২’ মূলত ৫২ বছরের লন্ডন-প্রবাসী ব্যবসায়ী আশিস মেহরা ও তাঁর ২৮ বছরের প্রেমিকা আয়েশা খুরানার সম্পর্ককে ঘিরে। গল্পের মূল টানাপোড়েন শুরু হয়, যখন আয়েশার পরিবার তাঁদের বয়সের ব্যবধান ও সম্পর্কের বাস্তবতা মেনে নিতে হিমশিম খায়। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট। কোনও কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ড থেকে মুক্তি পেয়েছিল এই সিনেমা।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, মুক্তির দিনে ‘দে দে প্যায়ার দে ২’ আয় করে ৯.৪৫ কোটি টাকা। ভারতে মোট নেট কালেকশন দাঁড়ায় ৭৪.২৩ কোটি টাকা। বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন ১১১.৭৭ কোটি টাকা, যা রোম্যান্টিক কমেডি ঘরানার ছবির জন্য যথেষ্ট শক্তিশালী ফলাফল বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
সব মিলিয়ে, থিয়েটারের পর এবার ওটিটি-তেও দর্শকদের মন জেতার প্রস্তুতি নিচ্ছে ‘দে দে প্যায়ার দে ২’। হাসি, সম্পর্ক আর পারিবারিক টানাপোড়েনের মজাদার প্যাকেজ নিয়ে।
