প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সম্প্রতি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্স-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের তৈরি সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড ‘ তাঁকে ভুলভাবে উপস্থাপন করেছে। ওয়াংখেড়ে জানিয়েছেন, সিরিজটি প্রকাশের পর থেকে তিনি এবং তাঁর পরিবার পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে হুমকি এনং ঘৃণামূলক বার্তা পাচ্ছেন।

এক সাক্ষাৎকারে ওয়াংখেড়ে বলেন, “আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, এই ঘটনাটির সঙ্গে আমার পেশার কোনও সম্পর্ক নেই। আমি ব্যক্তিগতভাবে দিল্লি হাই কোর্টের শরণাপন্ন হয়েছি। আদালতের বিষয়টি বিচারাধীন থাকায় আমি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাই না।”

তিনি আরও যোগ করেন, “এই মামলা আমি কেবল নিজের জন্য নয়, বরং তাঁদের জন্যও করেছি যারা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন পরিশ্রম করেন। সিরিজটির ব্যঙ্গাত্মক উপস্থাপনা তাঁদের পরিশ্রম এবং সততার প্রতি অপমান। আমার বোন ও স্ত্রীকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আমরা পুলিশকে বিষয়টি জানাচ্ছি। কিন্তু আমি কখনওই মেনে নিতে পারব না যে, আমার কারণে আমার পরিবারকে এই আঘাত সহ্য করতে হবে।”

অন্য দিকে, আরিয়ান সিরিজটি নিয়ে সমালোচনার জবাবে বলেন, “হ্যাঁ, কিছু দৃশ্য নিয়ে বিতর্ক উঠেছিল, কিন্তু আমি সেগুলি রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারও যদি না পছন্দ হয়, তাহলে সেই শো তাদের জন্য নয়।”

তিনি আরও জানান, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্পূর্ণ ব্যঙ্গধর্মী এবং এতে কিছু বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও তা অনেকাংশই নাটকীয়ভাবে বাড়িয়ে দেখানো হয়েছে। ‘এটি কোনো তথ্যচিত্র নয়’, আরিয়ান স্পষ্টভাবে বলেন।

দিল্লি হাই কোর্ট ইতিমধ্যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স, এক্স কর্প, গুগল, মেটা এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাছে সমন পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে।

 

বিতর্কের সূত্রপাত ঠিক কোথা থেকে? ‘ব্যা*ডস অফ বলিউড’ সিরিজের প্রথম পর্বেই দেখা যায়- একজন চেঁচামেচি করা অফিসার, নিজেকে ‘ড্রাগ-বিরোধী যুদ্ধের সৈনিক’ বলে পরিচয় দিচ্ছেন। তিনি নাকি ‘এনসিজি’-র সঙ্গে যুক্ত, বলিউডের পার্টিতে ঢুকে অভিনেতাদের ড্রাগস সংস্কৃতি নিয়ে তোপ দাগছেন। কিন্তু আসল বিস্ফোরণ ঘটায় তাঁর লুক। সাদা শার্ট, কালো ট্রাউজার, হেয়ারস্টাইল- সবকিছুই নাকি ওয়াংখেড়ের হুবহু প্রতিরূপ। যদিও কোনও জায়গায় তাঁর নাম ব্যবহার করা হয়নি, তবুও অভিনেতার সঙ্গে সমীরের চেহারার মিল দেখে হাসিতে ফেটে পড়েছিল নেটপাড়া।