সংবাদ সংস্থা মুম্বই: ফের শিরোনামে সলমন খান —তবে এইবার কারণ শুধুই তাঁর পরবর্তী সিনেমা নয়, বরং এক ভাইরাল ছবি, যেখানে তাঁকে দেখা যাচ্ছে একেবারে নতুন এক ঝকঝকে অবতারে। পরনে কালো টি-শার্ট, নীল ডেনিম, ক্লিন শেভ আর চেহারাটা চোখে পড়ার মতো ঝকঝকে ও টোনড! ছবিটি শেয়ার করেছেন সলমনের ‘রেস ৩’ সিনেমার সহ-অভিনেতা সাজার সিং, যেখানে তিনি নিজের পরিবারসহ বলিউডের এই ‘টাইগার’-এর সঙ্গে দেখা করেতে এসেছিলেন।

 

এই ছবির বিশেষ আকর্ষণ অবশ্যই সলমন খানের ফিট চেহারা। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে অভিনেতার এই লুক। ভক্তদের মতে, এটি যেন অভিনেতার ওয়ান্টেড ছবির সেই পুরনো সলমনেরই লুকের ইঙ্গিত।

 

 তাই তো পোস্টার বার্তা বাক্স ভরে উঠেছে অনুরাগীদের আবেগঘন বার্তায়—

“ সলমন ভাই, আবার সেই ওয়ান্টেড লুকটা নিয়ে ফিরুন… লম্বা চুল, খাঁজ কাটা মুখ—আমরা আবার সেটা দেখতে চাই।”কেউ বা লিখলেন - “ভাই তো আবার নিজের ফর্মে ফিরছে।”, “সলমন স্যারকে সত্যিই আবার যুবক লাগছে।”, “সেই সুপুরুষ আবার ফেরত এলেন!”

 

এই ভাইরাল ছবির মাঝে আরও একটি বড় খবর সামনে এসেছে—সলমন খান তাঁর পরবর্তী ছবি করছেন পরিচালক অপূর্ব লাখিয়া’র সঙ্গে। সিনেমার শুটিং শুরু হবে জুলাই মাসে, এবং সেটি হবে লাদাখ ও মুম্বাই মিলিয়ে, প্রায় ৭০ দিনের দীর্ঘ শিডিউলে। সম্ভবত সেই ছবির জন্যেই মেদ ঝরিয়ে এরকম ঝকঝকে চেহারায় ফিরলেন টাইগার। কারণ সে ছবিতে সলমনকে দেখা যাবে ভারতীয় সেবাবাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিকের ভূমিকায়। 

 

আরও ভাল করে বললে, সলমন এই সিনেমায় অভিনয় করবেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে—একজন "কর্নেল বাবু", যিনি দেশের নিরাপত্তা ও কাউন্টার-ইনসারজেন্সি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সূত্রের খবর —কর্নেল বাবু চরিত্রটি যারপরনাই নায়কোচিত। তিনি বহু ইনফিল্ট্রেশন ও কাউন্টার অপারেশনে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

 

এই চরিত্রের জন্য ইতিমধ্যেই সলমন খান নিজের পনভেল ফার্মহাউসে শারীরিক ট্রেনিং শুরু করে দিয়েছেন। শরীরী প্রস্তুতি, নজরকাড়া লুক আর একেবারে অ্যাকশন-হিরো ঘরানার চরিত্র—সব মিলিয়ে স্পষ্ট, সলমন আবার ফিরছেন নিজের ঘরানায়, সেই পুরনো ভঙ্গিতে।

ভক্তদের আশা, সলমনের এই ‘ফিট লুক’এবং শক্তিশালী চরিত্র তাঁকে আবার ফিরিয়ে আনবে সেইসব পুরনো দিনে, যখন তিনি শুধু অভিনেতা ছিলেন না, বরং একটি আবেগ। এখন দেখার, পর্দায় কর্নেল বাবু হয়ে ঠিক কী চমক দেখান তিনি।