সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের বয়স যেখানে ৫৯ বছর সেখানে রশ্মিকা মন্দনার বয়স মাত্র ২৮। ৩১ বছরের এই লম্বা বয়সের ফারাক বহু দর্শককে অস্বস্তিতে ফেলেছে। সিকান্দর -এর প্রথম ঝলক মুক্তির পর থেকেই নিন্দুক সহ নেটপাড়ার একটি বড় অংশ এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। কেউ কেউ এটিকে অপ্রীতিকরও বলেছে। আদতে ছবি ঘোষণার পর থেকে শুরু হওয়া এই বিতর্ক সম্প্রতি ফের মাথাচাড়া দিয়েছিল সমাজমাধ্যমে এবং নিন্দুকরা এই প্রসঙ্গে কটাক্ষ করার কোনও সুযোগ পেলে চার্চে না। এদিন 'সিকান্দর'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে এক সাংবাদিক এই প্রশ্ন তুলনায় একেবারে সলমনোচিত কায়দায় তাঁকে ধমক দিয়ে তাঁকে চুপ করিয়ে দিলেন 'টাইগার'। সঙ্গে অবশ্য দিয়েছেন জবাবও। সলমনের সেই জবাব শুনে হাসির তুফান উঠেছে সমাজমাধ্যমের আনাচকানাচে।
মঞ্চে তখন 'সিকান্দর'-এর পরিচালক, প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে। তাঁদের মধ্যমণি হয়ে রয়েছেন স্বয়ং সলমন। পাশে দাঁড়িয়ে রশ্মিকা। প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই এক সাংবাদিক সলমনকে তাঁর ও রশ্মিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন। মজাদার সুরে সলমনের জবাব আসে -" যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনও সমস্যা হচ্ছে না, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো? আরও একটা কথা...যখন রশ্মিকা বিয়ে করবে, ওঁর সন্তান হবে...তারপর ওঁর মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব। আমি নিশ্চিত সেই মেয়ের মা-এর অনুমতি পেয়ে যাব।" চোখ টিপে, হাসতে হাসতে বলে ওঠেন 'সিকান্দর'।
এছাড়া, সলমন ও রশ্মিকা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী এবং প্রতীক বাবর। অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নি)ও রয়েছেন ছবিতে। ৩ মিনিট ৩৩ সেকেন্ডের দীর্ঘ সিকান্দর -এর ঝলক বলিউডের অন্যতম দীর্ঘতম ঝলকের তকমা পেল।
