সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেল সলমন খানের আগামী ছবি 'সিকান্দর'-এর ঝাঁ চকচকে নতুন পোস্টার। প্রকাশ্যে আনলেন খোদ সলমন! নিজের এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টারের ছবি ভাগ করে নিয়েছেন 'টাইগার'।  ছবিতে দেখা যাচ্ছে, তীক্ষ্ণ, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। তাঁর মুখের উপর খেলা করছে লালচে-নীল আলো। তাতে বলি-তারকাকে লাগছে আরও রহস্যময়। সলমনের হাতে ধরা রয়েছে যে কোনও ধারালো অস্ত্র, তা-ও দিব্যি টের পাওয়া যাচ্ছে পোস্টারে। স্বভাবতই এই ছবি দেখে উল্লাসে ফেটে পড়েছে সলমন-ভক্তরা। তার প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমের পাতায়। সলমন-অনুরাগীদের কথায়, “যখন এই ছবি প্রেক্ষাগৃহে আছড়ে পড়বে, বাওয়াল উঠবে।”  

 

 

?ref_src=twsrc%5Etfw">February 18, 2025

 

ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সূত্রের খবর, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই নাকি ‘সিকন্দর’ হয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। জন্মদিনের পরের দিনই নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে এসেছিল 'সিকান্দর'-এর প্রথম ঝলক। সেই ঝলকের শুরুতেই সলমনকে বলতে শোনা যায়, “শুনছি বহু মানুষ নাকি আমার পিছনে পড়ে আছেন! এবার শুধু আমার ফেরার অপেক্ষা।” তারপরেই ভরপুর অ্যাকশনে দেখা যায় সলমনকে। সবার মাঝে যেন একাই একশো ‘ভাইজান’। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সলমন কড়া নিরাপত্তায় শুরু করেছেন শুটিং। ২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের 'সিকান্দর'।

 

আসছে সিকান্দর। ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সূত্রের খবর, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই নাকি ‘সিকন্দর’ হয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। 


জন্মদিনের পরের দিনই নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে এসেছিল 'সিকান্দর'-এর প্রথম ঝলক। সেই ঝলকের শুরুতেই সলমনকে বলতে শোনা যায়, “শুনছি বহু মানুষ নাকি আমার পিছনে পড়ে আছেন! এবার শুধু আমার ফেরার অপেক্ষা।” তারপরেই ভরপুর অ্যাকশনে দেখা যায় সলমনকে। সবার মাঝে যেন একাই একশো ‘ভাইজান’। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা।

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সলমন কড়া নিরাপত্তায় শুরু করেছেন শুটিং।  ২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের 'সিকান্দর'।