নিজস্ব সংবাদদাতা: কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। 'রাপ্পা রায়' -এর চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়ের থাকার কথা ছিল। ১৪ দিন শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই হয়েছিল নায়ক বদল! সৌম্যর পরিবর্তে 'রাপ্পা' হয়ে ধরা দিচ্ছেন অর্পণ ঘোষাল।
প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এর আগেও কয়েকবার 'রাপ্পা' বদল হয়েছে। সৌম্যর লুক সেট হওয়াতে তাঁকেই চূড়ান্ত করা হয়। কিন্তু প্রযোজনা সংস্থার চাহিদা অনুযায়ী নাকি 'রাপ্পা'কে পর্দায় ফুটিয়ে তুলতে পারছিলেন না সৌম্য। তাই এই সিদ্ধান্ত। এমনকী, অর্পণকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রযোজনা সংস্থা। তাই একদিনের নোটিশেই শুটিং শুরু করেছিলেন অর্পণ। 'রাপ্পা'র লুকে প্রকাশ্যে এসেছে অর্পণের প্রথম পোস্টারও।
ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দায় পরিচিত মুখ লিজা গোস্বামীকে। গল্পে 'চিলি' ও 'কঙ্কা'র মেয়ে কিডন্যাপ হয়। এই দুই চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী-লিজা। মেয়ের কিডন্যাপের পিছনে কার হাত কিছুতেই বুঝতে পারে না তারা। 'রাপ্পা' দায়িত্ব নেয়, তাদের মেয়েকে উদ্ধার করার। কী হবে শেষমেশ? এই উত্তর দেবে ছবিটি।
প্রসঙ্গত, ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ক্রাইম, কমেডির মিশেলে এই ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হচ্ছে শুটিং।
