রূপম ইসলামের জন্মদিন মানেই যেন একটু অন্যরকম। বাংলার রকস্টারের রসক্ষ্যাপার দল সকাল থেকেই ভিড় জমিয়েছিল তাঁর আবাসনের নীচে। সময় যত গড়িয়েছে, ভিড় তত বেড়েছে। সেই সঙ্গে রূপমের বাড়ির গলি থেকেই ভেসে এসেছে গিটারের টুংটাং এবং অবশ্যই তার সঙ্গে ‘ফসিল্স’ ব্যান্ডের জনপ্রিয় সব গানের কলি, যা লিখেছেন ও গেয়েছেন রূপম নিজেই। এহেন আবহে রূপমকে নিয়ে কথা বললেন সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মণ তথা ‘পটা’। ‘বন্ধু’ রূপমকে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি ভাগ করে নিলেন নিজেদের বেশ কয়েক পশলা ব্যক্তিগত মুহূর্তের স্মৃতি। জানালেন তাঁদের দীর্ঘ দিনের বন্ধুত্ব, আড্ডা আর স্মৃতির নানা মুহূর্ত।

সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মণ-এর নাম শুনলে শ্রোতা-দর্শকের খানিক ভুরু কুঁচকোলেও যেই মুহূর্তে শিল্পীর ‘আসল নাম’ উচ্চারিত হয়, এক লহমা লাগে না ‘পটা’-কে তাঁদের চিনে নিতে। একটা দীর্ঘ সময় জুড়ে বাংলার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর ভোকালিস্ট ছিলেন তিনি। এরপর ‘মরুদ্যান’ সহ একাধিক ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এইমুহূর্তে কলকাতার বাইরে নিজের ব্যান্ড নিয়ে শো-এর প্রস্তুতি নিচ্ছেন পটা। তার মাঝেই আজকাল ডট ইন-কে ‘ফসিল্স’-এর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ‘ক্যাকটাস’-এর এই গায়ক বললেন, “মানুষ হিসেবে ভীষণ স্পষ্ট রূপম। কোনও রাখঢাক নেই। ঢোঁক গিলে কথা বলে না! মানে, ও ঢোঁক জেলার পাবলিক-ই না। রূপমের যেটা ভাল লাগবে, সেটা বলবে। নৈতিকভাবে ভীষণ সৎ! মন খুলে তারিফ করবে। সে কোনও ব্যাপার হোক অথবা অন্য কারও গান। আবার যা পছন্দ হবে না, যাঁকে পছন্দ হবে না তাঁর মুখের উপর বলে দেবে, ‘শুনুন, আপনাকে না আমার পোষাচ্ছে না!’ আসলে খুব ভাল মানুষ রূপম...আর ব্যক্তিগতভাবে রূপমের সঙ্গে আমার খুব-ই বন্ধুত্বের সম্পর্ক। শুধু রূপম-ই নয়, ওঁর গোটা পরিবারের সঙ্গে। অনেক আড্ডা মেরেছি ওর সঙ্গে। গান নিয়েই মূলত চলে আমাদের গল্প-স্বল্প।”

কথার ফাঁকে উঠে আসে ‘ক্যাকটাস’ ও ‘ফসিল্স’-এর সেই সময়কার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও। পটার কথায়,“প্রতিদ্বন্দ্বিতা ছিল বটে, বড়সড়-ই প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু তা ভীষণ সুস্থ ছিল। হেলদি কম্পিটিশন। আর শিল্পীদের জন্য এসব প্রয়োজনও। তবেই না নিজেদের উত্তরণ ঘটাতে পারব, সর্বস্বটুকু দেওয়ার ঝাঁঝ তৈরি হবে! তাই বলব ওরকম প্রতিদ্বন্দ্বিতার আমাদের জন্য ইতিবাচক-ই ছিল। সেই সময়টা অন্যরকম ছিল, জানেন। মিস করি সেসব।”
কথাশেষে বন্ধুর জন্মদিনে আবেগ লুকোননি পটা -“খুব ভাল লাগল আপনাদের মাধ্যমে রূপমের বিষয়ে এই কথাগুলো মানুষদের বলতে পেরে। জন্মদিনে রূপমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মানুষের সামনে যেমনভাবে নিজের বক্তব্যকে সৎভাবে, স্পষ্টভাবে ও তুলে ধরে....চাই সেটাই ও আরও করুক। কারণ সেটা সবাই পারে না। ও কিন্তু পারে। আর এটা আমার ভীষণ ভাল লাগে। আর একটা কথা এখানে বলব, রূপমকে দেখে যে কতজন ইন্সপায়ার্ড হয়ে গানবাজনা শিখেছে, শুরু করেছে তার ইয়ত্তা নেই। ক'জন শিল্পীর ভাগ্যে এই পুরস্কার জোটে!”
‘বার্থডে বয়’-এর থেকে রিটার্ন গিফট হিসেবে কিছু চাইবেন কি তাঁর ‘বন্ধু’? এক গাল হেসে পটার জবাব, “হ্যাঁ, চাহিদা একটা আছে। রূপম, তুমি গানবাজনা চালিয়ে যাও জমিয়ে। ঠিক এরকমভাবেই। আরও নতুন-নতুন দারুণ সব গান আমাদের উপহার দাও। সেসব আমরা শুনব একমনে, ভাববো এবং জোর আলোচনা করব…ঠিক যেমনটা এতদিন করে এসেছি।”
