নিজস্ব সংবাদদাতা: নতুন ধারাবাহিকে অভিনেতা রুবেল দাস। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। এরপরই নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা।
প্রায় দু বছরের বেশি সময় ধরে দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও প্রথমদিকে জায়গা করে নিয়েছে একাধিকবার। কিছুদিন আগেই গল্পে এসেছে নতুন মোড়, তবে এরপরই দুঃসংবাদ। নতুন বছর শুরু হতেই শেষ হচ্ছে ধারাবাহিক। তবে রুবেল অনুরাগীদের জন্য দারুণ সুখবর, এই ধারাবাহিক শেষ হতেই জি বাংলারই নতুন ধারাবাহিকে কাজ শুরু করছেন তিনি।
সূত্রের খবর, বিপরীতে নবাগতা মধুরিমা চক্রবর্তী। পেশায় মডেল মধুরিমা। জানা যাচ্ছে নায়ক-নায়িকার লুক টেস্ট হতে চলেছে কিছুদিনের মধ্যে। এমনকী ফেব্রুয়ারি মাসেই শুরু হবে এই ধারাবাহিকের শুটিং। জানা যাচ্ছে সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর উদ্যোগে আসছে এক নতুন প্রযোজনা সংস্থা। সেখানেই জুটি বাঁধছেন রুবেল-মধুমিতা। তবে গল্প সম্বন্ধে এখনও কিছুই জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছেন।
