পুরুষ মাত্রেই ঠগবাজ? সম্প্রতি এমনই এক পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের চর্চিত প্রেমিকা আরজে মাহভাশ। বর্তমানে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে যাওয়া, এবং তার মাঝে গায়কের অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ভাইরাল হওয়ার প্রসঙ্গ নেটমাধ্যমে হট টপিক। আর এমন আবহে আরজে মাহভাশের এই পোস্ট নতুন করে জল্পনার সৃষ্টি করল। যেন আগুনে ঘি ঢালল প্রতারণা নিয়ে করা তাঁর এই মন্তব্য। আরজে মাহভাশের এই পোস্টটি দেখে কারও মজা লেগেছে, কারও আবার বিরক্ত লেগেছে। মনে হয়েছে বিষয়টি অসংবেদনশীল।
বুধবার, ২৬ নভেম্বর আরজে মাহভাশ একটি ভিডিও শেয়ার করেন পলাশ মুচ্ছলের বিরুদ্ধে বিয়ের আগে স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠার পর। ঠিক কী ছিল মাহভাশের সেই পোস্টে? তিনি তাঁর সেই ভিডিওতে বলেন, 'পুরুষরা বড্ড অদ্ভুত রকমের মিষ্টি প্রাণী। যখনই জিজ্ঞেস করবে, ওরা তখনই সিঙ্গল থাকে।' তিনি এদিন আরও বলেন, ' দেখো ভাই, আমি সত্য, মিথ্যা জানি না। কিন্তু আমি যখন বিয়ে করব, আমি আমার প্রেমিককে বিয়ের এক সপ্তাহ আগে সবার সঙ্গে আলাপ করাব। জিজ্ঞেস করব ও কি আর কাউকে টেক্সট করে? যদি করে সেই মেয়েরা যেন এসে আমায় বলে। কোনও কিছু না ভেবেই যেন সেটা আমায় জানায়। ও ওর বিয়ে হচ্ছে, বিয়ে ভেঙে যাবে, এখন কী করে কথাটা বলি, মেয়েটার উচিত এখন ওর বরকে বিশ্বাস করা, ইত্যাদি, এসব একদম না ভেবে আমায় জানাবে। আমি এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না। আমি কাউকে কখনও নিশ্চিত হয়ে বলতে পারি না যে এই ছেলেটা এটা করতে পারে না। তোমায় মেসেজ করে থাকলে সেই চ্যাট প্রকাশ্যে আনবে, আর আমায় জানাবে। যদি স্ন্যাপচ্যাটে টেক্সট করে, অন্য ফোন দিয়ে রেকর্ড করবে। আমায় বাঁচিয়ে নিও বন্ধুরা।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত সপ্তাহের শেষ দিকে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটারের বাবা তাঁদের বিয়ের আগের দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ফলে বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিতে হয়। এরই মধ্যে ভাইরাল হয়ে বলিউডের জনপ্রিয় গায়কের চ্যাট যেখানে তিনি মেরি নামক এক মহিলাকে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিয়েছেন। এরপরই প্রশ্ন উঠতে থাকে তবে কি পলাশ স্মৃতিকে ঠকিয়েছেন?
