নিজস্ব সংবাদদাতা: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। শনিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। 

 

 

 

কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মায়ের শারীরিক অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

 

 

 

বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণে চলতি বছর বাড়িতে ভাইফোঁটার আয়োজনও করেননি ঋতুপর্ণা। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই। জানা যাচ্ছে, অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে তাই ভিডিয়ো কলে দিদাকে শেষ দেখা দেখেছেন।