নিত্য নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্পও। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানা গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সেই সঙ্গে আসছে সাপ্তাহিক টেলি সিরিজও। যা এক সময় জায়গা করে নিয়েছিল দর্শক মনে। শুরু হচ্ছে 'হইচই'-এর বিশেষ বিভাগ 'হইচই টিভি প্লাস'। প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। চলতি বছরের গোড়াতেই মুক্তি পাবে টেলি সিরিজ 'শাখা প্রশাখা'। স্বামীর উত্তরাধিকার নিয়ে এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'শাখা প্রশাখা'। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে।
সূত্রের খবর, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে। এই গল্পে তিনি ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে যদিও ধোঁয়াশা রয়েছে। তবে ইতিমধ্যেই সিরিজের শুটিং সেরে ফেলেছেন ভাস্বর। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে এল এই সিরিজে অভিনেতার চরিত্রের প্রথম ঝলক।

এই মুহূর্তে দর্শক ভাস্বরকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'তে। তাঁর চরিত্রের নাম রাজরূপ। গল্পে তিনি নায়ক রাজরীতের কাকার চরিত্রে অভিনয় করছেন। এই মেগায় ইতিবাচক চরিত্রে বেশ নজর কেড়েছেন ভাস্বর।
এছাড়াও, ওই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ইন্দ্রনীল মল্লিককে। গল্পে তাঁর সঙ্গেই সংঘাত ঋতাভরীর। গল্পের অন্যান্য চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, মল্লিকা মজুমদার, শুভ্রজিৎ দত্ত, দেবলীনা দত্ত, আর্য দাশগুপ্তকে।
প্রসঙ্গত, ওই টেলি সিরিজে এক বিধবা নারীর চরিত্রে দেখা যাবে,অভিনেত্রীকে। সমাজের চিরাচরিত রীতি ভাঙার গল্প আগেও বলেছেন ঋতাভরী। তাঁর কাজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমাজ বদলানোর বার্তা। এই সিরিজেও কি তেমন কিছু তুলে আনবেন অভিনেত্রী? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
চলতি বছর একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসছে হইচই। নতুন গল্পগুলোর মধ্যে আছে কৌশানী মুখোপাধ্যায়ের 'আদালত ও একটি মেয়ে', ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় ও সুস্মিতা দের 'কুহেলি', অনির্বাণের ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’, সৌরভ ও শোলাঙ্কি রায়ের ‘মন্টু পাইলট ৩’, সন্দীপ্তার ‘বীরাঙ্গনা ২’,ঋত্বিকের ‘অ্যাডভোকেট অচিন্ত আইচ ৩’, শ্রাবন্তীর ‘ঠাকুমার ঝুলি’, চিরঞ্জিতের ‘নিকষছায়া ২’, পরমব্রতর ‘গোয়েন্দা আদিত্য মজুমদার’, মিমির ‘কুইনস’, শাশ্বতর ‘রক্তফলক’।
